বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে বরের কারাদণ্ড

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ/=

জেলার পাটগ্রাম উপজেলার  পৌর গার্লস স্কুলের ১০ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান (২০)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার ভোররাতে পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিট্রেট ইউএনও মশিউর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও বর আজিনুর রহমানকে আটক করা হয়।
পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত বরকে শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

লালমনিরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে বরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ/=

জেলার পাটগ্রাম উপজেলার  পৌর গার্লস স্কুলের ১০ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান (২০)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার ভোররাতে পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিট্রেট ইউএনও মশিউর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও বর আজিনুর রহমানকে আটক করা হয়।
পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত বরকে শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।