
নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/=
বাবা অটো চালক। তাই দুর্দান্ত পারফর্ম করেও নির্বাচকদের নজর এড়িয়ে যায় অনেক উঠতি ক্রিকেটার। অথচ কোনও রেকর্ড না গড়তে পেরেও দলে সুযোগ পান শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। এভাবেই ক্রিকেটেও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয় নেটিজেনরা। তবে নিন্দুকদের এমন অভিযোগকে স্ট্রেট ড্রাইভে মাঠের বাইরে ফেলেছেন আকাশ চোপড়া। তাঁর মতে, ক্রিকেটে নেপোটিজমের কোনও জায়গা নেই।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই নতুন করে মাথাচাড়া দিয়েছে নেপোটিজম প্রসঙ্গ। স্বজনপোষণের অভিযোগ তুলে বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে পা রাখা অনেক তারকাই নিজেদের পরিশ্রমের কাহিনি তুলে ধরছেন। জানাচ্ছেন, কীভাবে প্রতিভার থেকেও ছবির জগতে বেশি গুরুত্ব পায় তারকার ছেলে বা মেয়ে হওয়া। এরই মধ্যে নেটিজেনদের একাংশ সুর চড়িয়ে বলছে, শুধু বিনোদুনিয়াতেই নয়, ক্রিকেটেও স্বজনপোষণ রয়েছে। উদাহরণস্বরূপ টেনে আনা হয়েছে অর্জুনের নাম। অনেকের দাবি, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও মাথার উপর বিশেষ কারও ‘হাত’ না থাকায় জাতীয় জুনিয়র দলে সুযোগ হয় না প্রণব ধানওয়াড়ের মতো উঠতি ক্রিকেটারের। সেই জায়গায় ভাল পারফর্ম না করলেও নির্বাচকরা বেছে নেন অর্জুনকে। কারণ তিনি মাস্টার ব্লাস্টারের ছেলে। তবে এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
নিজস্ব সংবাদদাতা 




































