
সুনামগঞ্জ প্রতিনিধি:/=
সুনামগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। সুনামগঞ্জের আয়োজনে সোমবার ২৯ জুন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০১৯-২০২০) এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস এবং ১১-২০ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারী মধ্যে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরীয়ান পিন্টু রঞ্জন ধর।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা; সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর মো: আরিফ আদনান; জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা 






































