শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানই ঐশ্বর্য রাই ও শাহরুখ খানের গুরু

ইমরান হোসেন আশা:/=

শুক্রবার ভোররাতেই চলেই গেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান (Saroj Khan)। শ্রীদেবীই হোন বা মাধুরী, হোন সে ঐশ্বর্য অথবা প্রিয়াঙ্কা বা হাল আমলের আলিয়া ভাট, ‘মাস্টারজি’-র নাচ শেখানোর ধরণে মজেছিলেন টিনসেল টাউনের প্রায় সব অভিনেত্রীই। ‘তাল’ ছবিতে যেভাবে সরোজ খান তাঁকে হাতে ধরে ধরে সবকিছু শিখিয়েছিলেন তা আজও ভুলতে পারেননি ঐশ্বর্য রাই বচ্চন। বেশ কয়েকটি ছবিতে ‘নৃত্য গুরু’- সঙ্গে কাজ করেছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। তবে সরোজহীন বলিউডে এখন তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছে ‘তাল’ (Taal) ছবির ‘রমতা যোগী’ গানের সঙ্গে তাঁর নাচ। ওই ছবিতে প্রয়াত সরোজ খান ডান্স ডিরেক্টর ছিলেন।

সেই সব কথা মনে করে অ্যাশ সরোজ খানের (Saroj Khan Death) উদ্দেশে তাঁর বিদায়ী বার্তায় লিখেছেন: “সবসময় আমার সমস্ত ভালবাসা আপনার সঙ্গে থাকবে, সরোজ জি। আপনার আত্মা শান্তি পাক। আমাদের চলচ্চিত্র জগতের নৃত্যগুরু হিসাবে অনেক শ্রদ্ধা, প্রশংসা এবং আদর আপনি পেয়েছেন … আপনি সত্যিই কিংবদন্তি। আপনার নির্দেশনায় নাচ করার অনেক স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে। আপনি যেভাবে সবসময় আপনার শুভকামনা ও ভালবাসা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অভাব সবসময় অনুভব করবো। প্রার্থনা করি আপনার পরিবারকে যেন ঈশ্বর এই কঠিন সময় সহ্য করার যথেষ্ট শক্তি দেন”।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানই ঐশ্বর্য রাই ও শাহরুখ খানের গুরু

প্রকাশের সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
ইমরান হোসেন আশা:/=

শুক্রবার ভোররাতেই চলেই গেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান (Saroj Khan)। শ্রীদেবীই হোন বা মাধুরী, হোন সে ঐশ্বর্য অথবা প্রিয়াঙ্কা বা হাল আমলের আলিয়া ভাট, ‘মাস্টারজি’-র নাচ শেখানোর ধরণে মজেছিলেন টিনসেল টাউনের প্রায় সব অভিনেত্রীই। ‘তাল’ ছবিতে যেভাবে সরোজ খান তাঁকে হাতে ধরে ধরে সবকিছু শিখিয়েছিলেন তা আজও ভুলতে পারেননি ঐশ্বর্য রাই বচ্চন। বেশ কয়েকটি ছবিতে ‘নৃত্য গুরু’- সঙ্গে কাজ করেছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। তবে সরোজহীন বলিউডে এখন তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছে ‘তাল’ (Taal) ছবির ‘রমতা যোগী’ গানের সঙ্গে তাঁর নাচ। ওই ছবিতে প্রয়াত সরোজ খান ডান্স ডিরেক্টর ছিলেন।

সেই সব কথা মনে করে অ্যাশ সরোজ খানের (Saroj Khan Death) উদ্দেশে তাঁর বিদায়ী বার্তায় লিখেছেন: “সবসময় আমার সমস্ত ভালবাসা আপনার সঙ্গে থাকবে, সরোজ জি। আপনার আত্মা শান্তি পাক। আমাদের চলচ্চিত্র জগতের নৃত্যগুরু হিসাবে অনেক শ্রদ্ধা, প্রশংসা এবং আদর আপনি পেয়েছেন … আপনি সত্যিই কিংবদন্তি। আপনার নির্দেশনায় নাচ করার অনেক স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে। আপনি যেভাবে সবসময় আপনার শুভকামনা ও ভালবাসা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অভাব সবসময় অনুভব করবো। প্রার্থনা করি আপনার পরিবারকে যেন ঈশ্বর এই কঠিন সময় সহ্য করার যথেষ্ট শক্তি দেন”।