
প্রফেসর জিন্নাত আলী:/=
দেশবিরোধী কর্মকাণ্ডের দায়ে দেশে আসা ২১৯ প্রবাসীর ঠিকানা এখন ঢাকা কারাগারে।এই ২১৯ প্রবাসী এসেছিলেন কুয়েত, কাতার ও বাহরাইন থেকে।
তারা ঢাকার অদূরে উত্তরা দিয়াবাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য শলাপরামর্শ করছিল বলে পুলিশের কাছে অভিযোগ আসে। এরপর তাদের পাকড়াও করে আদালতে তোলা হয়।পুলিশের আবেদণের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই প্রবাসীদের কারাগারে পাঠান।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাক্বীন জানান, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনেও বিভিন্ন অপরাধে সাজা ভোগ করেছিল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।বিদেশে বিভিন্ন মেয়াদে তাদের সাজাও হয়েছিল।
দেশে আসার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য শলাপরামর্শ করছিল বলে গোপন সূত্র খবর পাওয়া যায়। তাদের ছেড়ে দিলে দেশে চুরি-ডাকাতি বাড়তে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।দেশে ফিরে আসা ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে এসেছে ১৪১ জন, কাতার ও বাহরাইন থেকে এসেছে ৩৯ জন করে।
নিজস্ব সংবাদদাতা 







































