
তানজীর মহসিন অংকন #
দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলের ২৩ নং শেডে একটি হাত বোমা বিস্ফোরন ঘটেছে। বিস্ফোরনে বন্দরে কর্মরত কর্মকর্তা কর্মচারীসহ ব্যবসায়ীরা ভয়ে ছুটাছুটি করতে থাকে। ঘটনাস্থল বন্দর ও পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছে।
বন্দরে কর্মরত ওই শেড সহ কয়েকটি খোলা জায়াগায় রাখা আমাদনি পণ্যর নিরাপত্তার দায়িত্বে থাকা আনছার সদস্য মিজানুর রহমান বলেন, আমাদের বিশাল এলাকা নিয়ে একজন আনছার সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত। তাই এখানে ওই সময় কে এই বোমাটি বিস্ফোরন ঘটিয়েছে তা বলা সম্ভব না।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান,দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কয়েকটি নিরাপত্তা বাহিনীর কর্মীরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। কে বা কারা বিস্ফোরন ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচেছ।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বোমা বিস্ফোরনে কেউ হতাহত হয়নি।তবে ঘটনা স্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা 







































