শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

 

ইকবাল হোসেন #তীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ি, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ইসির সিনিয়র সচিব বলেন, ‘দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থগিত হওয়া নির্বাচনের তারিখ ঘোষণা শুরু হবে।’

প্রসঙ্গত, সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বকশীগঞ্জের সাধুরপাড়ায় দোয়া মাহফিল

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

প্রকাশের সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

 

ইকবাল হোসেন #তীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ি, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ইসির সিনিয়র সচিব বলেন, ‘দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থগিত হওয়া নির্বাচনের তারিখ ঘোষণা শুরু হবে।’

প্রসঙ্গত, সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।