
ইকবাল হোসেন #
সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু মামলা নতুন মোড় নিলো। মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রয়াত এই তারকার প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার দেখিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
সৌভিক চক্রবর্তীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বাড়ির সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) একটি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার বাড়িতে অভিযান চালায়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই সৌভিক-স্যামুয়েলকে গ্রেফতারের কথা জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন এনসিবি’র উপ-পরিচালক (অপারেশনস) কেপিএস মালহোত্রা। অভিযান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তদন্তের অংশ হিসেবে সৌভিক ও স্যামুয়েলের বাড়ি তল্লাশি করা হয়েছে।
রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তী একই বাড়িতে থাকেন।
নিজস্ব সংবাদদাতা 






























