
মিলন হোসেন বেনাপোল #
ভারত থেকে পিয়াজ আসবে না শুনার পর বেনাপোল বাজারে পেয়াজের দাম বৃদ্ধি ও মজুদ করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল এ আদালত পরিচালনা করেন।জরিমানা করা প্রতিষ্ঠান গুলো হলো মেহেরাব স্টোর প্রোঃ সুরুজ মিয়া, পিং-মৃতঃ আব্দুল মজিদ, সাং-বেনাপোল বাজার, থানা- বেনাপোল ভোক্তা অধিকার আইনের ৩৮/৩৯/৪০ ধারায় ১৫,০০০ হাজার টাকা,মেসার্স খান এ সবুর বানিজ্য ভাণ্ডার প্রোঃ মোঃ সবুর খান, পিং- সাজ্জাদ, সাং- নামাজগ্রাম, থানা- বেনাপোল ভোক্তা অধিকার আইনের ৩৮/৩৯/৪০ ধারায় ৫,০০০ হাজার টাকা ও মিম বানিজ্য ভাণ্ডার প্রোঃ মোঃ শুকুর আলী, পিং- মৃতঃ আতাউল হক, সাং- নারায়নপুর, থানা- বেনাপোল ভোক্তা অধিকার আইনের ৩৮/৩৯/৪০ ধারায় ১০,০০০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা পূলক কুমার মন্ডল।
প্রেরক
নিজস্ব সংবাদদাতা 







































