বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মশিয়ার রহমান কাজলের কবিতা

মশিয়ার রহমান কাজল

কেন এমন হলো
সেদিন পুকুর পাড়ে লেবু গাছ তলে পায়চারি করছিলাম অনেকক্ষন।

হঠাৎ দেখি তুমি কলস কাখে যাচ্ছো নাইতে।

তোমার তখন ভরা যৌবন,হাটার ছন্দ, এলোমেলো চুলের গন্ধে মনটা হারিয়ে গেল।

চেয়ে থাকলাম অনেকক্ষন,আমি তখন যুবক।

তোমার গোসল শেষে পিছু নিলাম পা কাপছে চিনে নিলাম তোমার কুঠুরি।

সেই থেকে উত্তাল আমার অন্তর।
কিভাবে বলি তোমাকে ভাল বাসি।

একদিন হঠাৎ করে হারিয়ে গেলে।কেন এমন হলো।

নির্জন স্থানে বসে শুধু কাঁদতাম তোমার সৃতিকে আঁকড়ে ধরে।

এইতো সেদিন দেখা হলো কি হাল হয়েছে তোমার।

আমাকে দেখে মুখে আচল চেপে
কাদলে অনেকক্ষন।

মুখ থেকে আচল সরাতেই বলে উঠলাম বলতে পারো কেন এমন হলো।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

মশিয়ার রহমান কাজলের কবিতা

প্রকাশের সময় : ০৬:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

মশিয়ার রহমান কাজল

কেন এমন হলো
সেদিন পুকুর পাড়ে লেবু গাছ তলে পায়চারি করছিলাম অনেকক্ষন।

হঠাৎ দেখি তুমি কলস কাখে যাচ্ছো নাইতে।

তোমার তখন ভরা যৌবন,হাটার ছন্দ, এলোমেলো চুলের গন্ধে মনটা হারিয়ে গেল।

চেয়ে থাকলাম অনেকক্ষন,আমি তখন যুবক।

তোমার গোসল শেষে পিছু নিলাম পা কাপছে চিনে নিলাম তোমার কুঠুরি।

সেই থেকে উত্তাল আমার অন্তর।
কিভাবে বলি তোমাকে ভাল বাসি।

একদিন হঠাৎ করে হারিয়ে গেলে।কেন এমন হলো।

নির্জন স্থানে বসে শুধু কাঁদতাম তোমার সৃতিকে আঁকড়ে ধরে।

এইতো সেদিন দেখা হলো কি হাল হয়েছে তোমার।

আমাকে দেখে মুখে আচল চেপে
কাদলে অনেকক্ষন।

মুখ থেকে আচল সরাতেই বলে উঠলাম বলতে পারো কেন এমন হলো।