বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটে ফিরেই বাংলাদেশের জয়

তানজীর মহসিন অংকন # #  জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের হারিয়েছে ৬ উইকেটে।

দারুণ বোলিং নৈপুণ্যে স্মরণীয় সাকিব আল হাসানের ফেরাটাও। তার জন্য বিরতি ছিলো ১৬ মাসের। স্পিনিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানে অলআউট করে সে রান টপকাতে ঘাম ঝরেছে টাইগারদের। পুরো ম্যাচে নেই কোনো ফিফটি।

টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ফেরান দুই ওপেনার সুনিল অ্যামব্রিস ও জশুয়া ডি সিলভাকে। এরপর সাকিব শো।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাঠে শততম ওয়ানডেতে নিয়েছেন চার উইকেট। হোম ম্যাচে দেড়শো উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। হোম ভেন্যুতে ৫ম সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। ৬ষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন কাইল মেয়ার্স ও রভম্যান পাওয়েল। কিন্তু অভিষিক্ত হাসান মাহমুদ পরপর দুই বলে ফেরান পাওয়েল ও রেইমন্ড রেইফারকে। তার উইকেট তিন। ৩২ ওভার দুই বলে শেষ ক্যারিবীয় ইনিংস।

জবাবে সতর্ক শুরু করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠেন তামিম ইকবাল ও লিটন দাস। লিটন দাস ৩৮ বলে ১৪ রান করে বোল্ড আউট হন।

সাকিবের সঙ্গে ২৬ রানের জুটি গড়ার পর উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদের বলে স্টাম্পড হয়ে গেছেন তামিম। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ফিফটির দিকে যেতে যেতেও আউট হয়ে গেছেন ৪৪ রানে। ৬৯ বলে গড়া ইনিংসটা সাজানো ৭ চারে।

দলের ১০৫ রানের সময় সাকিব আউট হয়েছেন ২৮তম ওভারের শেষ বলে আকিল হোসেনের বলে। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর শুরুটা বল হাতে রাঙালেও ব্যাট হাতে দারুণ কিছু করা হয়নি সাকিবের।

তবে ৬ উইকেট আর ৯৭ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের ১২২ রান পেরিয়ে গেছে বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

১৩ বর্ষে পদার্পণ উপলক্ষে কর্মসূচি ঘোষণা নতুনধারার

ক্রিকেটে ফিরেই বাংলাদেশের জয়

প্রকাশের সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

তানজীর মহসিন অংকন # #  জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের হারিয়েছে ৬ উইকেটে।

দারুণ বোলিং নৈপুণ্যে স্মরণীয় সাকিব আল হাসানের ফেরাটাও। তার জন্য বিরতি ছিলো ১৬ মাসের। স্পিনিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানে অলআউট করে সে রান টপকাতে ঘাম ঝরেছে টাইগারদের। পুরো ম্যাচে নেই কোনো ফিফটি।

টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ফেরান দুই ওপেনার সুনিল অ্যামব্রিস ও জশুয়া ডি সিলভাকে। এরপর সাকিব শো।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাঠে শততম ওয়ানডেতে নিয়েছেন চার উইকেট। হোম ম্যাচে দেড়শো উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। হোম ভেন্যুতে ৫ম সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। ৬ষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন কাইল মেয়ার্স ও রভম্যান পাওয়েল। কিন্তু অভিষিক্ত হাসান মাহমুদ পরপর দুই বলে ফেরান পাওয়েল ও রেইমন্ড রেইফারকে। তার উইকেট তিন। ৩২ ওভার দুই বলে শেষ ক্যারিবীয় ইনিংস।

জবাবে সতর্ক শুরু করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠেন তামিম ইকবাল ও লিটন দাস। লিটন দাস ৩৮ বলে ১৪ রান করে বোল্ড আউট হন।

সাকিবের সঙ্গে ২৬ রানের জুটি গড়ার পর উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদের বলে স্টাম্পড হয়ে গেছেন তামিম। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ফিফটির দিকে যেতে যেতেও আউট হয়ে গেছেন ৪৪ রানে। ৬৯ বলে গড়া ইনিংসটা সাজানো ৭ চারে।

দলের ১০৫ রানের সময় সাকিব আউট হয়েছেন ২৮তম ওভারের শেষ বলে আকিল হোসেনের বলে। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর শুরুটা বল হাতে রাঙালেও ব্যাট হাতে দারুণ কিছু করা হয়নি সাকিবের।

তবে ৬ উইকেট আর ৯৭ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের ১২২ রান পেরিয়ে গেছে বাংলাদেশ।