সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো!

সাজ্জাদুল ইসলাম সৌরভ ## পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে ফুটবল বিশ্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদোর সাফল্যের রাতে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে।

ইতালিয়ান সুপার কাপ ফাইনালে নাপোলির বিপক্ষে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেরা। রেকর্ড গড়েন রোনালদো। যদিও প্রতিযোগিতামূলক ম্যাচের গোলসংখ্যা নিয়ে আছে বিতর্ক। সি আর সেভেন ৭৬০ গোল করে টপকে গেছেন জোসেফ বাইকানকে।

জাতীয় দলের জার্সিতে ১০২ গোল। বাকি ৬৫৮ গোল ক্লাবের হয়ে। সবচেয়ে বেশি ৪৫০ রিয়ালে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ ম্যান ইউতে। ৮৫টা হয়ে গেছে চার বছরের জুভ ক্যারিয়ারে। জুভেন্টাসের হয়ে এই ম্যাচে আরেক গোল করেছেন আলভারো মোরাতা। লরেঞ্জো ইনসিগনে পেনাল্টি মিস করায় আন্দ্রে পিরলো যুগে প্রথম ট্রফি জেতে তুরিনের ওল্ড লেডিরা। যা ক্লাবটির নবম ইতালিয়ান সুপার কাপ শিরোপা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো!

প্রকাশের সময় : ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

সাজ্জাদুল ইসলাম সৌরভ ## পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে ফুটবল বিশ্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদোর সাফল্যের রাতে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে।

ইতালিয়ান সুপার কাপ ফাইনালে নাপোলির বিপক্ষে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেরা। রেকর্ড গড়েন রোনালদো। যদিও প্রতিযোগিতামূলক ম্যাচের গোলসংখ্যা নিয়ে আছে বিতর্ক। সি আর সেভেন ৭৬০ গোল করে টপকে গেছেন জোসেফ বাইকানকে।

জাতীয় দলের জার্সিতে ১০২ গোল। বাকি ৬৫৮ গোল ক্লাবের হয়ে। সবচেয়ে বেশি ৪৫০ রিয়ালে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ ম্যান ইউতে। ৮৫টা হয়ে গেছে চার বছরের জুভ ক্যারিয়ারে। জুভেন্টাসের হয়ে এই ম্যাচে আরেক গোল করেছেন আলভারো মোরাতা। লরেঞ্জো ইনসিগনে পেনাল্টি মিস করায় আন্দ্রে পিরলো যুগে প্রথম ট্রফি জেতে তুরিনের ওল্ড লেডিরা। যা ক্লাবটির নবম ইতালিয়ান সুপার কাপ শিরোপা।