
আবু রায়হান জিকো ## ব্রাজিলের লুজিমাঙ্গুয়েস নামক স্থানে ঘটেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। রবিবারের এই দুর্ঘটনায় দেশটির চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার ফুটবলার এবং ক্লাব সভাপতি মারা গিয়েছেন বলে জানা যায়।
বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা।
তবে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ফুটবলার মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ঘটেছিল একই ঘটনা। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।
নিজস্ব সংবাদদাতা 










































