
নুরুজ্জামান লিটন ## ট্রাভেল এজেন্সিগুলো আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাসের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। বিলটি অনুযায়ী ট্রাভেল এজেন্সি মালিকানা হস্তান্তর করতে পারবে। তারা দেশ-বিদেশে শাখাও খুলতে পারবে।
আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২১’ নামে বিলটি পাস হয়।
বিল পাসের আগে কয়েকজন সংসদ সদস্য বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দিলেও না কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। এছাড়া সংশোধনীরও প্রস্তাবও নাকচ করা হয়।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করলে তা পাস হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাসের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।
বিলে বলা হয়েছে, কোনো ট্রাভেল এজেন্সির ঠিকানা পাল্টাতে হলেও অনুমতি নিতে হবে।
নিজস্ব সংবাদদাতা 






































