
নাজমা খাতুন ## এখন জাঁকিয়ে বসেছে শীত৷ আর শীতের মরশুমে ত্বকের একেবারে দফারফা৷ এই সময় ত্বকের যন্ত মাস্ট৷ শীতের রুক্ষতার থেকে ত্বককে রক্ষা করতে কুমড়োর জুড়ি মেলা ভার৷ মিষ্টিকুমড়োর স্বাদ অসাধারণ৷ এর গুণও নেহাত কম নয়৷ তবে জানেন কি এই মিষ্টিকুমড়ো ফিরিয়ে আনতে পারে আপনার রূপের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা?
শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মিষ্টি কুমড়োর মাস্ক ব্যবহার করা যেতে পারে। এর জন্য দুই চামচ মিষ্টিকুমড়োর পাল্প, এক চামচ দুধ, দুই চামচ নারকেল তেল, আধা চামচ মধু, এক চিমটি দারুচিনিগুঁড়ো দিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। তার পর ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন৷ এর পর উষ্ম জলে তা ধুয়ে ফেলুন।
যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা এক টেবিল চামচ মিষ্টিকুমড়োর পাল্পের সঙ্গে এক চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন৷ তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
মুখে ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতেও মিষ্টিকুমড়োর প্রলেপ লাগাতে পারেন৷ এর সঙ্গে মিশিয়ে নিন দুই চামচ টক দই, আধা চামচ ওটসের গুঁড়ো, আধা চামচ মধু আর এক চিমটি দারুচিনিগুঁড়ো৷ এই মিশ্রণ ১০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর উষ্ণ জলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণ ব্যবহার করতে হবে৷ তাহলেই বুঝবেন ফারাক৷
নিজস্ব সংবাদদাতা 













































