
রায়হান সোবহান # # দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে বুকে ধারন করে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঝিকরগাছা উপজেলার ৭ নং নাভারণ উনিয়ন অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মানব দরদি রফিকুল ইসলাম বুলি।
বৃহস্প্রতিবার নাভারণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাড়িয়া , ৪নং ওয়ার্ডের রেললাইন ও ৫নং ওয়ার্ডের করিমালি গ্রামে তিনশত অসহায় দারিদ্র মানুষের মাঝে হেঁটে হেঁটে এসব শীতবস্ত্র বিতরন করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন হাড়িয়ার যুবলীগ নেতা ফারুক হোসেন, সাংবাদিক আবু রায়হান জিকো, করিমালি ৫নং ওয়ার্ডের যুবলীগ নেতা লালমিয়া হোসেন প্রমূখ।
নিজস্ব সংবাদদাতা 







































