বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্কারের দৌড়ে থাকা ভারতীয় ছবিটি ফ্রিতে দেখবেন কীভাবে, জেনে নিন

স্টাফ রিপোর্টার ## এবছর অস্কারের দৌড়ে থাকা ভারতীয় ছবি ‘জাল্লিকাটু’ দেখতে চান? এবার বিনামূল্যেই দেখা হবে ওই ছবি। ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ নিয়ে এসেছে নতুন ফ্রি পরিষেবা। সংস্থার মোবাইল এডিশনে মিলবে ওই পরিষেবা। এক মাসের জন্য নিজের পছন্দের যে কোনও ছবি দেখতে পাবেন একেবারে বিনামূল্যে।

এবার প্রশ্ন, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন কী?
এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে একেবারে নতুন এই ফিচার নিয়ে এসেছে সংস্থা। মাত্র ৮৯ টাকার বিনিময়ে ওই পরিষেবা পেতে পারেন আপনিও। ভারতের এয়ারটেল গ্রাহকরা এই এক্সক্লুসিভ পরিষেবা পেতে চলেছেন। যেখানে এক মাসের জন্য SD কোয়ালিটির ভিডিও স্ট্রিম করা যাবে বিনামূল্যে।

পছন্দের ছবি কীভাবে দেখবেন?
প্রাইম ভিডিও মোবাইল এডিশনের নিয়ম অনুযায়ী, সকল প্রিপেইড এয়ারটেল গ্রাহক ৩০ দিনের ওই পরিষেবা পাবেন। এর জন্য নিজের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলেই আগামী এক মাস ওই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহক। দেখতে পারবেন নিজের মনোগ্রাহী ছবি। যার মধ্যে Lijo Jose Pellissery পরিচালিত মালয়ালম ছবি ‘জাল্লিকাটু’ তো রয়েছেই। পাশাপাশি স্ট্রিম করতে পারবেন ‘তাণ্ডব’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ছলাং’ সহ আরও অনেক লেটেস্ট হিট।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শীতে বয়ফ্রেন্ডের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে

অস্কারের দৌড়ে থাকা ভারতীয় ছবিটি ফ্রিতে দেখবেন কীভাবে, জেনে নিন

প্রকাশের সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার ## এবছর অস্কারের দৌড়ে থাকা ভারতীয় ছবি ‘জাল্লিকাটু’ দেখতে চান? এবার বিনামূল্যেই দেখা হবে ওই ছবি। ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ নিয়ে এসেছে নতুন ফ্রি পরিষেবা। সংস্থার মোবাইল এডিশনে মিলবে ওই পরিষেবা। এক মাসের জন্য নিজের পছন্দের যে কোনও ছবি দেখতে পাবেন একেবারে বিনামূল্যে।

এবার প্রশ্ন, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন কী?
এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে একেবারে নতুন এই ফিচার নিয়ে এসেছে সংস্থা। মাত্র ৮৯ টাকার বিনিময়ে ওই পরিষেবা পেতে পারেন আপনিও। ভারতের এয়ারটেল গ্রাহকরা এই এক্সক্লুসিভ পরিষেবা পেতে চলেছেন। যেখানে এক মাসের জন্য SD কোয়ালিটির ভিডিও স্ট্রিম করা যাবে বিনামূল্যে।

পছন্দের ছবি কীভাবে দেখবেন?
প্রাইম ভিডিও মোবাইল এডিশনের নিয়ম অনুযায়ী, সকল প্রিপেইড এয়ারটেল গ্রাহক ৩০ দিনের ওই পরিষেবা পাবেন। এর জন্য নিজের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলেই আগামী এক মাস ওই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহক। দেখতে পারবেন নিজের মনোগ্রাহী ছবি। যার মধ্যে Lijo Jose Pellissery পরিচালিত মালয়ালম ছবি ‘জাল্লিকাটু’ তো রয়েছেই। পাশাপাশি স্ট্রিম করতে পারবেন ‘তাণ্ডব’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ছলাং’ সহ আরও অনেক লেটেস্ট হিট।