
শহিদ জয়, বিশেষ প্রতিনিধি ## যশোরের বাঘারপাড়া উপজেলার উপ-নির্বাচনে নৌকার সমর্থক খালেদুর রহমান টিটো হত্যা মামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও আটক আসামীদের জামিন বাতিলের দাবিতে আজ সকালে যশোর শহরের আদালত চত্ত্বরের সামনের রাস্তায় এক বিক্ষোভ ও মানববন্ধন করে জহুরপুর ইউনিয়নবাসী।
গত ৯ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের খালেদুর রহমান টিটোকে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী। দিলু পাটোয়ারীর নেতৃত্বে এ ঘটনায় জড়িত তার সমর্থক নূর মোহাম্মদ পাটোয়ারী, আবু সাঈদ,রবিউল, শাহীন,শরিফুল, আজিম,মনিরুল, বাবুসহ অজ্ঞাতনামা আরও ১৭জন। এ ঘটনায় কারাগারে আছেন নূর মোহাম্মদ,আজিম,শাহীন,শরিফুল,রে জাউল,জসিম।
এদিকে উচ্চ আদালতে জামিন নিলেও সর্বশেষ আজ দিলু পাটোয়ারী,আব্দুর রউফ মোল্লা,আতাউল্লাহ সোহান যশোর আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিজস্ব সংবাদদাতা 





































