
স্টাফ রিপোর্টার ##
জাতীয় বার্তাকণ্ঠ পত্রিকার ঢাকা ব্যুরো চীফ সাংবাদিক সজীব আকবরের জন্মদিন পালিত।
প্রথম রাজধানীর সন্তান,কলামিস্ট, লেখক,কবি ছড়াকার ও শত শত সাংবাদিক তৈরির কারিগর এবং দৈনিক “এই আমার দেশ” দৈনিক ” অধিবেশন” প্রতিদিনের ” খাসখবর” দৈনিক” অন্যআলো” দৈনিক “নবচিত্র” দৈনিক ” মানবকণ্ঠ ” দৈনিক ” মুক্তকণ্ঠ” দৈনিক ” সোনার আলো” দৈনিক ” আমাদের সংবাদ” প্রতিদিনের “নতুন খবর” এর সাবেক বার্তা সম্পাদক ও ক্রাইম নিউজ টোয়েন্টিফোর ডটনেট এর নির্বাহী সম্পাদক, বার্তাকণ্ঠের ঢাকা ব্যুরো চীফ ও শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম’ ঢাকা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সাংবাদিক সজীব আকবরের জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নিজ বাড়িতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। এ সময় রাজধানী ঢাকার সাংবাদিকবৃন্দ তার সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করে ফুলের তোরা দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
জন্মদিনে উপস্থিত ছিলেন, ঢাকার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
নিজস্ব সংবাদদাতা 







































