
নুরুজ্জামান লিটন ## মেয়েরা বেশি কথা বলে’ এমন মন্তব্য করে পত্রিকার শিরোনাম হয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। সেই বেফাঁস মন্তব্যের জেরে এবার সরে ছাড়তে হলো নিজের পদ। নারীবিদ্বেষী আচরণের কারণে দেশজুড়ে সমালোচনার জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন আসন্ন অলিম্পিক গেমসের টোকিও কমিটির প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানা যায়।
এ ঘটনায় টোকিওর নারী গভর্নর ইউরিকো কোইকে এই অলিম্পিক কমিটির সঙ্গে কোন বৈঠক করবেন না বলে ঘোষণা দেন। দ্রুত পদক্ষেপ না নিলে অলিম্পিকে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দেন চার শতাধিক সেচ্ছাসেবী। টোকিও অলিম্পিকের প্রধান স্পন্সর টয়োটা ছাড়াও অনেক প্রতিষ্ঠানও উদ্বেগ জানায়। জাপানের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নারী কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে সাদা পোশাক পড়ে অফিস করেন। স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ইয়োশিরো মোরির পরিবারের নারী সদস্যরাও তার আচরণের তীব্র নিন্দা জানান।
কৃতকর্মের জন্য আনুষ্ঠানিক বিবৃতিতে ক্ষমা চেয়ে ইয়োশিরো মোরি বলেন, “আমি কখনোই চাই না আমার জন্য কোন কাজ থেমে থাকুক। জুলাইয়ের মধ্যে যেকোন মূল্যে অলিম্পিক আয়োজন করবো আমরা। কমিটিতে আমার ভূমিকা যেন এই কাজে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য আমি পদত্যাগ করছি।”
নিজস্ব সংবাদদাতা 








































