শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুমিতা কি সিঙ্গেল নাকি প্রেম করছেন?

ইমরান হোসেন আশা ##  টলিউড অভিনেত্রী মধুমতি সরকারকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিচ্ছেদের পর থেকে একাধিকবার বিভিন্ন গুঞ্জন শোনা গেছে তাকে নিয়ে। টলিপাড়ায় নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। মধুমিতা কি সিঙ্গেল নাকি প্রেম করছেন? এমন প্রশ্ন অনেকের মনে।

গত রোববার ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন এ অভিনেত্রী। প্রথমবার ভক্তদের সঙ্গে লাইভ চ্যাট করেছেন মধুমিতা। বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। লাইভে এক ভক্ত প্রশ্ন করেন মধুমিতার প্রেম-সম্পর্ক নিয়ে।

ওই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেই অবাক, শকড। আমার লাইফের থেকে রিউমারগুলো তো বেশি হ্যাপেনিং। মানুষের লাইফ যদি এত স্পাইসি হয় তা হলে তো ভালই হবে।’ এতটুকু বলেই পরের প্রশ্নে চলে যান মধুমিতা।

যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। মধুমিতার বেলায় এমনটাই মনে করছেন টলিপাড়ার বাসিন্দাদের একাংশ। পাখিখ্যাত এ অভিনেত্রীর প্রেম নিয়ে তার ঘনিষ্ঠ এক অভিনেত্রী বলেন, ‘চিনি সিনেমা থেকেই ওদের (মধুমিতা এবং সেই অভিনেতার) একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। যদিও এটা সাময়িক বলেই মনে হচ্ছে। বলা যায় না। কার কোথায় মজে মন।’

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে  যাত্রা শুরু করেছিলেন মধুমিতা। তারপর একে একে অভিনয় করেছেন ‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝে না’, ‘মেঘ বালিকা’, ‘কুসুম দোলা’ ইত্যাদি সিরিয়ালে। ছোটপর্দা ছেড়ে বর্তমানে বড়পর্দায় ব্যস্ত হয়েছেন এ অভিনেত্রী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বাথরুম থেকে প্রভাষক ফাবিয়ার মরদেহ উদ্ধার

মধুমিতা কি সিঙ্গেল নাকি প্রেম করছেন?

প্রকাশের সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

ইমরান হোসেন আশা ##  টলিউড অভিনেত্রী মধুমতি সরকারকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিচ্ছেদের পর থেকে একাধিকবার বিভিন্ন গুঞ্জন শোনা গেছে তাকে নিয়ে। টলিপাড়ায় নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। মধুমিতা কি সিঙ্গেল নাকি প্রেম করছেন? এমন প্রশ্ন অনেকের মনে।

গত রোববার ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন এ অভিনেত্রী। প্রথমবার ভক্তদের সঙ্গে লাইভ চ্যাট করেছেন মধুমিতা। বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। লাইভে এক ভক্ত প্রশ্ন করেন মধুমিতার প্রেম-সম্পর্ক নিয়ে।

ওই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেই অবাক, শকড। আমার লাইফের থেকে রিউমারগুলো তো বেশি হ্যাপেনিং। মানুষের লাইফ যদি এত স্পাইসি হয় তা হলে তো ভালই হবে।’ এতটুকু বলেই পরের প্রশ্নে চলে যান মধুমিতা।

যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। মধুমিতার বেলায় এমনটাই মনে করছেন টলিপাড়ার বাসিন্দাদের একাংশ। পাখিখ্যাত এ অভিনেত্রীর প্রেম নিয়ে তার ঘনিষ্ঠ এক অভিনেত্রী বলেন, ‘চিনি সিনেমা থেকেই ওদের (মধুমিতা এবং সেই অভিনেতার) একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। যদিও এটা সাময়িক বলেই মনে হচ্ছে। বলা যায় না। কার কোথায় মজে মন।’

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে  যাত্রা শুরু করেছিলেন মধুমিতা। তারপর একে একে অভিনয় করেছেন ‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝে না’, ‘মেঘ বালিকা’, ‘কুসুম দোলা’ ইত্যাদি সিরিয়ালে। ছোটপর্দা ছেড়ে বর্তমানে বড়পর্দায় ব্যস্ত হয়েছেন এ অভিনেত্রী।