বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ওপেনের সেরা চারে সেরেনা-ওসাকা

মামুন বাবু # # অস্ট্রেলিয়া ওপেনের নারী এককে নিজ নিজ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং জাপানিজ তারকা নাওমি ওসাকা। সেরা চারের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাংঙ্কিয়ের দুই নম্বরে থাকা সিমোনা হালেপকে হারিয়েছেন সেরেনা। আর নাওমি ওসাকা নিজ ম্যাচে জিতেছেন তাইওয়ানিজ তারকা হেসিয়ে সু-য়ের বিপক্ষে।

ফাইনালে উঠার লড়াইয়ে সেরেনা-ওসাকা একে অপরের বিপক্ষে কোর্টে খেলতে নামবেন।

দারুণ জমে উঠেছে অস্ট্রেলিয়া ওপেনের নারী এককের খেলা। ইতোমধ্যেই বাদ পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। আর ফাইনালিস্ট গার্বাইন মুগুরোজা হেরেছেন চতুর্থ রাউন্ডেই। আর এবার বাদ পড়লেন বর্তমান সময়ের অন্যতম সেরা টেনিস তারকা সিমোনা হালেপ।

  আরও পড়ুন: জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে নড়াইলে

মঙ্গলবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে ২৩বারের গ্রান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামের বিপক্ষে খেলতে নামেন রোমানিয়ান সেরা তারকা সিমোনা হালেপ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এদিন ম্যাচে আমেরিকান তারকার বিপক্ষে পাত্তাই পাননি হালেপ। দুই সেটের হেরেছেন খুব বাজে ব্যবধানে।

ম্যাচের প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হারার পর পরের সেট জিতে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠা হালেপ শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা সেরেনার কাছে হেলে পানি পাননি তিনি। দ্বিতীয় সেটেও হেরেছেন একই ব্যবধানে। ফলে সহজ জয়ে সেরা চার নিশ্চিত করেছেন সেরেনা।

দিনের আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিয়ের তিন নম্বরে থাকা নাওমি ওসাকা বিপক্ষে কোর্টে খেলতে নামেন হেসিয়ে সু-য়ে। ম্যাচটিতে ৬-২, ৬-২ সেটে জিতে শেস চারে নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনবারের গ্রান্ড স্লাম জয়ী ওসাকা।

এদিকে টুর্নামেন্টের নারী এককের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্বের নাম্বান ওয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টির মোকবিলা করবেন ক্যারোলিন মুচোভা। অপর ম্যাচে দুই আমেরিকান তারকা জেনিফার ব্রাডি এবং জেসিকা প্যাগুলা একে অপরের বিপক্ষে খেলতে নামবেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

অস্ট্রেলিয়া ওপেনের সেরা চারে সেরেনা-ওসাকা

প্রকাশের সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

মামুন বাবু # # অস্ট্রেলিয়া ওপেনের নারী এককে নিজ নিজ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং জাপানিজ তারকা নাওমি ওসাকা। সেরা চারের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাংঙ্কিয়ের দুই নম্বরে থাকা সিমোনা হালেপকে হারিয়েছেন সেরেনা। আর নাওমি ওসাকা নিজ ম্যাচে জিতেছেন তাইওয়ানিজ তারকা হেসিয়ে সু-য়ের বিপক্ষে।

ফাইনালে উঠার লড়াইয়ে সেরেনা-ওসাকা একে অপরের বিপক্ষে কোর্টে খেলতে নামবেন।

দারুণ জমে উঠেছে অস্ট্রেলিয়া ওপেনের নারী এককের খেলা। ইতোমধ্যেই বাদ পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। আর ফাইনালিস্ট গার্বাইন মুগুরোজা হেরেছেন চতুর্থ রাউন্ডেই। আর এবার বাদ পড়লেন বর্তমান সময়ের অন্যতম সেরা টেনিস তারকা সিমোনা হালেপ।

  আরও পড়ুন: জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে নড়াইলে

মঙ্গলবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে ২৩বারের গ্রান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামের বিপক্ষে খেলতে নামেন রোমানিয়ান সেরা তারকা সিমোনা হালেপ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এদিন ম্যাচে আমেরিকান তারকার বিপক্ষে পাত্তাই পাননি হালেপ। দুই সেটের হেরেছেন খুব বাজে ব্যবধানে।

ম্যাচের প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হারার পর পরের সেট জিতে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠা হালেপ শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা সেরেনার কাছে হেলে পানি পাননি তিনি। দ্বিতীয় সেটেও হেরেছেন একই ব্যবধানে। ফলে সহজ জয়ে সেরা চার নিশ্চিত করেছেন সেরেনা।

দিনের আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিয়ের তিন নম্বরে থাকা নাওমি ওসাকা বিপক্ষে কোর্টে খেলতে নামেন হেসিয়ে সু-য়ে। ম্যাচটিতে ৬-২, ৬-২ সেটে জিতে শেস চারে নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনবারের গ্রান্ড স্লাম জয়ী ওসাকা।

এদিকে টুর্নামেন্টের নারী এককের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্বের নাম্বান ওয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টির মোকবিলা করবেন ক্যারোলিন মুচোভা। অপর ম্যাচে দুই আমেরিকান তারকা জেনিফার ব্রাডি এবং জেসিকা প্যাগুলা একে অপরের বিপক্ষে খেলতে নামবেন।