
যশোর ব্যুরো: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌরশহরের সার্কিট হাউজ পাড়ায় খড়কী রাইজিং কিশোর ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেসিএফ ও পিকেএসএফ- এর সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উন্মুক্ত ইভেন্টে অংশ নেয় ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>> যশোরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা রেফারি এসোসিয়েশনের সহসভাপতি লাবু জোয়ারদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেসিএফ এর উপপরিচালক রফিকুল ইসলাম, এসপিও জুবায়ের আহমেদ, রাইজিং ক্লাবের উপদেষ্টা সুমন মোড়ল প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 





































