বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধ

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কলাবাগান সড়কে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িমারী ইউনিয়নের আঞ্চলিক কলাবাগান চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন কাচুয়া (৭৫) স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ভারতের পাথরবোঝাই একটি  ট্রাক বুড়িমারী আঞ্চলিক কলাবাগান সড়ক দিয়ে স্থানীয় পাথরের সাইটে পাথর আনলোডে যাওয়ার পথে ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু ঘটে। চালক পলাতক।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রাখা হয়েছে। লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধ

প্রকাশের সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কলাবাগান সড়কে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িমারী ইউনিয়নের আঞ্চলিক কলাবাগান চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন কাচুয়া (৭৫) স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ভারতের পাথরবোঝাই একটি  ট্রাক বুড়িমারী আঞ্চলিক কলাবাগান সড়ক দিয়ে স্থানীয় পাথরের সাইটে পাথর আনলোডে যাওয়ার পথে ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু ঘটে। চালক পলাতক।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রাখা হয়েছে। লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।