বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়ির ছবি পোস্ট করলেন সানি লিওন

স্টাফ রিপোর্টার ## আবারও কী বিয়ের পিঁড়িতে বসছেন সানি লিওন? অবাক লাগছে নিশ্চয়। এমন চমকে দেওয়ার মতোই ছবি পোস্ট করেছেন তিনি।

ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের ওয়েডিং গাউন পরে ছবি শেয়ার করতে দেখা যায় সানিকে। সাদা ওয়েডিং গাউন পরে সানি লিওন ফটোশুট করছেন বলেই মনে করেন তার অনুরাগীরা।

এদিকে ফটোশুট করুন না কেন, সানি লিওন যে তার সঙ্গে ‘ম্যারি মি’ বলে ক্যাপশন জুড়ে দেন, তা দেখে অবাক হয়ে যান তার ভক্তরা।

সম্প্রতি এই বলিউড অভিনেত্রী রিয়্যালিটি শোয়ের শুটিং করতে কেরালা যান। সেখানকার স্থানীয় মহিলাদের মতো শাড়ি পরে ফটোশুট করেন তিনি।

এবার সেই সানিই যখন ম্যারি মি বলে সাদা ওয়েডিং গাউন বলে ছবি শেয়ার করেন, তা দেখে চমকে দিলেন সবাইকে।

আরও খবর>>>পিঠ খোলা পোশাকে ঝড় তুললেন মিথিলা

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। মুম্বাই বিমানবন্দরে ড্যানিয়েলকে দেখে জড়িয়ে ধরেন সানির ৩ সন্তান। বাবাকে দেখে যেমন তার কোলে চড়ে বসে নিশা, তেমনি নোয়া এবং এশারকেও দেখা যায়, ভীষণ খুশি।

সূত্র- জি নিউজ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

বিয়ের পিঁড়ির ছবি পোস্ট করলেন সানি লিওন

প্রকাশের সময় : ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার ## আবারও কী বিয়ের পিঁড়িতে বসছেন সানি লিওন? অবাক লাগছে নিশ্চয়। এমন চমকে দেওয়ার মতোই ছবি পোস্ট করেছেন তিনি।

ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের ওয়েডিং গাউন পরে ছবি শেয়ার করতে দেখা যায় সানিকে। সাদা ওয়েডিং গাউন পরে সানি লিওন ফটোশুট করছেন বলেই মনে করেন তার অনুরাগীরা।

এদিকে ফটোশুট করুন না কেন, সানি লিওন যে তার সঙ্গে ‘ম্যারি মি’ বলে ক্যাপশন জুড়ে দেন, তা দেখে অবাক হয়ে যান তার ভক্তরা।

সম্প্রতি এই বলিউড অভিনেত্রী রিয়্যালিটি শোয়ের শুটিং করতে কেরালা যান। সেখানকার স্থানীয় মহিলাদের মতো শাড়ি পরে ফটোশুট করেন তিনি।

এবার সেই সানিই যখন ম্যারি মি বলে সাদা ওয়েডিং গাউন বলে ছবি শেয়ার করেন, তা দেখে চমকে দিলেন সবাইকে।

আরও খবর>>>পিঠ খোলা পোশাকে ঝড় তুললেন মিথিলা

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। মুম্বাই বিমানবন্দরে ড্যানিয়েলকে দেখে জড়িয়ে ধরেন সানির ৩ সন্তান। বাবাকে দেখে যেমন তার কোলে চড়ে বসে নিশা, তেমনি নোয়া এবং এশারকেও দেখা যায়, ভীষণ খুশি।

সূত্র- জি নিউজ।