বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গেরুয়া বিকিনিতে চান্দ্রেয়ী

স্টাফ রিপোর্টার ## চোখে রোদ চশমা। পরনে গেরুয়া বিকিনি। উরুতে কায়দা করে রাখা টুপি। পায়ে আঁকা পাখির ট্যাটু। সুইমিং পুলের সামনে আরাম কেদারায় শুয়ে রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। সম্প্রতি, ইনস্টাগ্রামে এমনই ছবি পোস্ট করে ঝড় তুলেছেন চান্দ্রেয়ী।

বিকিনি ছবি পোস্ট করে ম্যাডোনার গানের লাইন ধার করে চান্দ্রেয়ীর ক্যাপশান’La Isla Bonita। সুইমিং পুলে নেমে, ভেজা চুলে আরও একটি ছবি পোস্ট করেছেন চান্দ্রেয়ী। ক্যাপশানে লেখা ‘ Dear Cupid’। অভিনেত্রীর এই দুটি ছবির নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে অস্ত্র ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির গ্রেপ্তার

গেরুয়া বিকিনিতে চান্দ্রেয়ী

প্রকাশের সময় : ০২:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার ## চোখে রোদ চশমা। পরনে গেরুয়া বিকিনি। উরুতে কায়দা করে রাখা টুপি। পায়ে আঁকা পাখির ট্যাটু। সুইমিং পুলের সামনে আরাম কেদারায় শুয়ে রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। সম্প্রতি, ইনস্টাগ্রামে এমনই ছবি পোস্ট করে ঝড় তুলেছেন চান্দ্রেয়ী।

বিকিনি ছবি পোস্ট করে ম্যাডোনার গানের লাইন ধার করে চান্দ্রেয়ীর ক্যাপশান’La Isla Bonita। সুইমিং পুলে নেমে, ভেজা চুলে আরও একটি ছবি পোস্ট করেছেন চান্দ্রেয়ী। ক্যাপশানে লেখা ‘ Dear Cupid’। অভিনেত্রীর এই দুটি ছবির নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।