সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দী উধাও, জেলার-ডেপুটি জেলারকে প্রত্যাহার

চট্রগ্রাম ব্যুরো # # চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল (২০) নামের এক বন্দী উধাও হয়ে যাওয়ার ঘটনায় জেলার ও ডেপুটি জেলার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়।

গতকাল শনিবার ভোর সোয়া পাঁচটায় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হয়ে যান ফরহাদ হোসেন। সিসি ক্যামেরায় দেখা যায়, ফরহাদ ঘুম থেকে উঠে মুখ ধোন। এরপর তাকে আর সিসি ক্যামেরায় দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও ফরহাদকে পাওয়া যায়নি। নগরের সদরঘাট থানার একটি হত্যা মামলায় ৯ ফেব্রুয়ারি কারাগারে আসেন ফরহাদ।

এ ঘটনায় জেল সুপার প্রথমে নগরের কোতোয়ালি থানায় জিডি করেন। পরে গতকাল রাতে জেলার রফিকুল ইসলাম বাদী হয়ে একই থানায় মামলা করেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক আজ দুপুরে জানান, বিষয়টি শুনেছি, ব্যবস্থা নেয়া হয়েছে।

কারাসূত্র বলছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদ্দাতকে আইজি প্রিজনের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম আজ দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেন।

বন্দী নিখোঁজের ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

বন্দী উধাও, জেলার-ডেপুটি জেলারকে প্রত্যাহার

প্রকাশের সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
চট্রগ্রাম ব্যুরো # # চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল (২০) নামের এক বন্দী উধাও হয়ে যাওয়ার ঘটনায় জেলার ও ডেপুটি জেলার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়।

গতকাল শনিবার ভোর সোয়া পাঁচটায় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হয়ে যান ফরহাদ হোসেন। সিসি ক্যামেরায় দেখা যায়, ফরহাদ ঘুম থেকে উঠে মুখ ধোন। এরপর তাকে আর সিসি ক্যামেরায় দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও ফরহাদকে পাওয়া যায়নি। নগরের সদরঘাট থানার একটি হত্যা মামলায় ৯ ফেব্রুয়ারি কারাগারে আসেন ফরহাদ।

এ ঘটনায় জেল সুপার প্রথমে নগরের কোতোয়ালি থানায় জিডি করেন। পরে গতকাল রাতে জেলার রফিকুল ইসলাম বাদী হয়ে একই থানায় মামলা করেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক আজ দুপুরে জানান, বিষয়টি শুনেছি, ব্যবস্থা নেয়া হয়েছে।

কারাসূত্র বলছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদ্দাতকে আইজি প্রিজনের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম আজ দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেন।

বন্দী নিখোঁজের ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।