
মামুন বাবু ## আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার প্যারিসের বাড়িতে ডাকাতি। যে কারণে ম্যাচের রবিবার ম্যাচের মাঝামাঝি সময়ে তুলে নেওয়া হয় প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফুটবলার তথা আর্জেন্টিনা দলে লিওনেল মেসির সতীর্থকে। এই ঘটনায় তাজ্জব ক্লাবের কর্মকর্তা থেকে ফুটবলার প্রত্যেকেই। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেওয়ার কয়দিন পরেই অবনমনের আওতায় থাকা নান্তেসের কাছে ১-২ ব্যবধানে হেরে গেল পিএসজি।
ম্যাচের ৬০তম মিনিটের মাথায় পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে ফোনে কিছু বলতে দেখা যায়। এরপর ব্যালকনি থেকে ঝুঁকে পড়ে কোচ মাওরিসিও পোচেত্তিনোর সঙ্গে কথা বলেন লিওনার্দো। সঙ্গে সঙ্গেই ডি মারিয়াকে তুলে নেন পোচেত্তিনো। আচমকা ম্যাচের মাঝখানে এভাবে তুলে নেওয়ায় অবাক হয়ে যান ডি মারিয়া।
ডাগ আউটের কাছে আসতেই তাঁর কাঁধে হাত দিয়ে ড্রেসিংরুমের দিকে এগোতে থাকেন পোচেত্তিনো। লকার রুম পর্যন্ত এগিয়ে দেন ডি মারিয়াকে। এর মাঝেই বাড়িতে ডাকাতি হওয়ার খবর দেন আর্জেন্টিনার ফুটবলারকে। ম্যাচের পর পোচেত্তিনো বলেন, ‘ম্যাচের বাইরে এমন একটা ঘটনা ঘটেছে যেটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। কিছু কিছু ঘটনা খেলার উর্ধ্বে এবং সেগুলোকে আমাদের গুরুত্ব দিতেই হয়।’
জানা গেছে, ডাকাতির সময় ডি মারিয়ার পরিবার বাড়ির ভিতরেই ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা বা বাড়ির সকলে নিরাপদ রয়েছেন কি না, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, ব্রাজিল তথা পিএসজির অধিনায়ক মার্কুইনহোসের বাড়িতেও নাকি ডাকাতি হয়েছে। তবে সে ব্যাপারেও বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
নিজস্ব সংবাদদাতা 





















