
স্টাফ রিপোর্টার : কানাডায় বসবাসরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-কানাডার (KUAA-Canada) নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ লাবলু।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় এডহক কমিটির সভাপতি এসএম রিয়াজুল হক এই ফলাফল ঘোষণা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ’৯৪ ব্যাচের বায়োটেকনোলজি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মোস্তফা জাহিদ শরীফ লাবলু সংগঠনটির প্রথম নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ’৯১ ব্যাচের তমালুর রহমান শেখ।
মোস্তফা জাহিদ শরীফ লাবলু ১৯৭৬ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে প্রথম ব্যাচে ভর্তি হন এবং ১৯৯৯ সালে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে বিশ্ববিখ্যাত টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক থেকে ২০০১ সালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্য সরকারের বৃত্তি নিয়ে লাবলু স্কটল্যান্ডে অবস্থিত হেরিয়ট-ওয়াট (Heriot-Watt) বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর কয়েক বছর যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার নামকরা বায়ো-মেডিক্যাল প্রতিষ্ঠানে চাকরি করেছেন তিনি। বর্তমানে তিনি কানাডার বিশ্ববিখ্যাত ওষুধ ও ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান বায়োভেকটার সিনিয়র প্রসেস সায়েন্টিস্ট (টেকনিক্যাল অপারেশন) হিসেবে কর্মরত। বিজ্ঞপ্তি
নিজস্ব সংবাদদাতা 







































