মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার

মামুন বাবু ## আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের করোনা টেস্ট করা হয়। টেস্টের ফলাফলে একজন পাকিস্তানি ক্রিকেটারের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে ঠিক কার করোনা পজেটিভ এসেছে সেটা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। বোর্ড কর্তৃপক্ষ থেকে জানা যায় যে, আক্রান্ত খেলোয়াড় এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানে আজ(বৃহস্পতিবার) আরেক দফা পরীক্ষা টেস্ট করা হবে তার। ফল নেগেটিভ এলেই কেবল টিম হোটেলে যেতে পারতেন তিনি। তবে অতিরিক্ত আরও দুই দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আর যারা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন, তারা বৃহস্পতিবার লাহোরে ট্রেনিং ক্যাম্পের জন্য রিপোর্ট করবেন। শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প।

লাহোরের ক্যাম্পে নিজেদের মধ্যে ৫০ ওভারের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন বাবর আজমরা। সাদা বলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা ভাড়া করা বিমানে জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বেন আগামী ২৬ মার্চ। টেস্ট দলে থাকা খেলোয়াড়রা যাবেন পরে।

এপ্রিলের ২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সেই সফর শেষ করে জিম্বাবুয়ে যাবেন বাবর আজমরা। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবেন তারা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশের সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
মামুন বাবু ## আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের করোনা টেস্ট করা হয়। টেস্টের ফলাফলে একজন পাকিস্তানি ক্রিকেটারের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে ঠিক কার করোনা পজেটিভ এসেছে সেটা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। বোর্ড কর্তৃপক্ষ থেকে জানা যায় যে, আক্রান্ত খেলোয়াড় এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানে আজ(বৃহস্পতিবার) আরেক দফা পরীক্ষা টেস্ট করা হবে তার। ফল নেগেটিভ এলেই কেবল টিম হোটেলে যেতে পারতেন তিনি। তবে অতিরিক্ত আরও দুই দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আর যারা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন, তারা বৃহস্পতিবার লাহোরে ট্রেনিং ক্যাম্পের জন্য রিপোর্ট করবেন। শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প।

লাহোরের ক্যাম্পে নিজেদের মধ্যে ৫০ ওভারের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন বাবর আজমরা। সাদা বলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা ভাড়া করা বিমানে জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বেন আগামী ২৬ মার্চ। টেস্ট দলে থাকা খেলোয়াড়রা যাবেন পরে।

এপ্রিলের ২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সেই সফর শেষ করে জিম্বাবুয়ে যাবেন বাবর আজমরা। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবেন তারা।