
স্টাফ রিপোর্টার ## আমেরিকান গায়িকা ডেমি লোভাটো। ডিজনি চ্যানেলের হয়ে কাজ করার সময় পরিচিত একজন তাকে প্রথম ধর্ষণ করেছিল। সেসময় তার বয়স ছিল ১৫ বছর। এমনটাই জানিয়েছেন গায়িকা।
এরপর প্রায় প্রতিদিন ওই ধর্ষণকারীর মুখোমুখি হতে হয় তাকে। তবে ডেমি অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
এসএক্সএসডব্লিউ সঙ্গীত উৎসবে ‘ডেমি লোভিটা: ড্যান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রের একটি অংশে তিনি এ তথ্য প্রকাশ করেন।
গেলো মঙ্গলবার ইউটিউবে ওই তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়। সেখানে ধর্ষণের ঘটনার পাশাপাশি মাকদাসক্ত থাকাকালীন নিজের জীবনের নানা দুর্দশার কথা তুলে ধরেন ডেমি।
তবে সেটি একমাত্র ধর্ষণের ঘটনা ছিল না তার জীবনে। ২০১৮ সালে আরেকবার ধর্ষণের শিকার হন তিনি। লোভাটো জানান, এক রাতে অতিরিক্ত মাদক সেবনের পর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে এক মাদক কারবারি। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়।
ওই ঘটনার পর তাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। তবে মাদকের অতিরিক্ত ডোজের কারণে এক মাসের মধ্যে ডেমি ধর্ষণের ঘটনা বুঝতে পারেননি।
নিজস্ব সংবাদদাতা 






































