শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ‘অযোক্তিক’ আবদারে রেগে আগুন নুসরাত

বিনোদন ডেস্ক ## শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। ইতোমধ্যে গত শনিবার ৩০টি আসনে ভোট হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ভোটকে সামনে রেখে এখন পশ্চিমবঙ্গ সরগরম। তার ওপর মার্চ মাসের শেষ সপ্তাহেই আগুন গরম। এই উত্তাপের মাঝে কি আর মাথা ঠান্ডা রাখা যায়!

মেজাজ ঠান্ডা রইলো নুসরাত জাহানেরও। উপচে পড়া ভিড়ের মাঝে হুট করেই মুড বিগড়ে গেল নায়িকার। কিন্তু কী ঘটল? কেন নুসরাতের মেজাজ চটকে গেল? সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যেখানে নুসরাতকে দেখা গেল রীতিমতো রেগে যেতে।

আসলে, দলীয় প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে ভোটের প্রচারে অশোকনগরে গিয়েছিলেন নুসরাত। সারাদিন ধরে হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নিয়েছিলেন। হঠাৎই দলীয় কর্মীরা নুসরাতকে অনুরোধ করেন আরও কিছুক্ষণ প্রচারে থাকতে।

ব্যস, তার পরই মুড বিগড়ে যায় নুসরাতের। সঙ্গে সঙ্গে জিপ থেকে নেমে যান নায়িকা। আর ভিডিওতে শোনা যায়, নুসরাত স্পষ্ট বলছেন, ‘এতক্ষণ মুখ্যমন্ত্রীর জন্যও কাজ করি না। ঠাট্টা হচ্ছে।’ পুরো বিষয়টিই স্পষ্ট হয়ে ওঠে ভিডিওতে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

নেতাকর্মীদের ‘অযোক্তিক’ আবদারে রেগে আগুন নুসরাত

প্রকাশের সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক ## শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। ইতোমধ্যে গত শনিবার ৩০টি আসনে ভোট হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ভোটকে সামনে রেখে এখন পশ্চিমবঙ্গ সরগরম। তার ওপর মার্চ মাসের শেষ সপ্তাহেই আগুন গরম। এই উত্তাপের মাঝে কি আর মাথা ঠান্ডা রাখা যায়!

মেজাজ ঠান্ডা রইলো নুসরাত জাহানেরও। উপচে পড়া ভিড়ের মাঝে হুট করেই মুড বিগড়ে গেল নায়িকার। কিন্তু কী ঘটল? কেন নুসরাতের মেজাজ চটকে গেল? সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যেখানে নুসরাতকে দেখা গেল রীতিমতো রেগে যেতে।

আসলে, দলীয় প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে ভোটের প্রচারে অশোকনগরে গিয়েছিলেন নুসরাত। সারাদিন ধরে হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নিয়েছিলেন। হঠাৎই দলীয় কর্মীরা নুসরাতকে অনুরোধ করেন আরও কিছুক্ষণ প্রচারে থাকতে।

ব্যস, তার পরই মুড বিগড়ে যায় নুসরাতের। সঙ্গে সঙ্গে জিপ থেকে নেমে যান নায়িকা। আর ভিডিওতে শোনা যায়, নুসরাত স্পষ্ট বলছেন, ‘এতক্ষণ মুখ্যমন্ত্রীর জন্যও কাজ করি না। ঠাট্টা হচ্ছে।’ পুরো বিষয়টিই স্পষ্ট হয়ে ওঠে ভিডিওতে।