সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডুবন্ত জাহাজ থেকে যেভাবে উদ্ধার হলো ১২ নাবিক

ডুবন্ত জাহাজ থেকে যেভাবে উদ্ধার হলো ১২ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক ## বলা হয় রাখে আল্লাহ্, মারে কে। আপনি যখন উত্তাল সমুদ্রে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন না কি করা উচিত। তবে সেটা যদি পণ্যবাহী জাহাজে থাকেন এবং সেটা যদি কাত হয়ে যায় তাহলে কপালে তো ভাঁজ পড়বে।

 

তেমনি একটা ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের পণ্যবাহী জাহাজে থাকা ১২ জন নাবিককে নিয়ে। যে জাহাজটি অনেকটাই ডুবতে বসেছিল। তবে বেশ ভালোভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। কিন্ত কীভাবে উদ্ধার হলো ওই নাবিকরা? কীভাবে তারা সেখান থেকে বেচে ফিরলো?

 

জেনে নেওয়া যাক এই ১২ নাবিককে উদ্ধারের ঘটনা-

 

সমুদ্র উত্তাল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নেদারল্যান্ডসের জাহাজটি সাগরের উত্তালে অনেকটাই নরওয়ের কাছে এসে একদিকে কাত হয়ে যায়। সেই পণ্যবাহী জাহাজটিতে ছিল সাড়ে তিনশ টন অপরিশোধিত তেল, ৫০ মেট্রিক টন ডিজেল। জানা যায়, জাহাজটির দাম পড়েছে প্রায় ৭০ লাখ ইউরো।

 

উত্তাল সমুদ্রে নাবিকরা বিপদ বুঝতে পেরে এসওএস পাঠান। এর মধ্যে কয়েকজন ভয়ে জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রে নেমে পড়েন।

 

এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড সেসব নাবিকদের খোঁজা শুরু করে। এরপরই তারা দূরবীন এবং হেলিকপ্টার দিয়ে খোঁজে। হুট করে দেখা মিলে ৭০ লাখ ইউরোর সে পণ্যবাহী জাহাজটির। এমতাবস্থায় যারা সমুদ্রে নেমেছেন তারা তো সেখানে রয়েছেন। বাকিরা জাহাজের ডেকেই ছিলেন। সবাইকে অনেক চেষ্টা পরে উদ্ধার করে কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

ডুবন্ত জাহাজ থেকে যেভাবে উদ্ধার হলো ১২ নাবিক

প্রকাশের সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## বলা হয় রাখে আল্লাহ্, মারে কে। আপনি যখন উত্তাল সমুদ্রে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন না কি করা উচিত। তবে সেটা যদি পণ্যবাহী জাহাজে থাকেন এবং সেটা যদি কাত হয়ে যায় তাহলে কপালে তো ভাঁজ পড়বে।

 

তেমনি একটা ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের পণ্যবাহী জাহাজে থাকা ১২ জন নাবিককে নিয়ে। যে জাহাজটি অনেকটাই ডুবতে বসেছিল। তবে বেশ ভালোভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। কিন্ত কীভাবে উদ্ধার হলো ওই নাবিকরা? কীভাবে তারা সেখান থেকে বেচে ফিরলো?

 

জেনে নেওয়া যাক এই ১২ নাবিককে উদ্ধারের ঘটনা-

 

সমুদ্র উত্তাল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নেদারল্যান্ডসের জাহাজটি সাগরের উত্তালে অনেকটাই নরওয়ের কাছে এসে একদিকে কাত হয়ে যায়। সেই পণ্যবাহী জাহাজটিতে ছিল সাড়ে তিনশ টন অপরিশোধিত তেল, ৫০ মেট্রিক টন ডিজেল। জানা যায়, জাহাজটির দাম পড়েছে প্রায় ৭০ লাখ ইউরো।

 

উত্তাল সমুদ্রে নাবিকরা বিপদ বুঝতে পেরে এসওএস পাঠান। এর মধ্যে কয়েকজন ভয়ে জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রে নেমে পড়েন।

 

এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড সেসব নাবিকদের খোঁজা শুরু করে। এরপরই তারা দূরবীন এবং হেলিকপ্টার দিয়ে খোঁজে। হুট করে দেখা মিলে ৭০ লাখ ইউরোর সে পণ্যবাহী জাহাজটির। এমতাবস্থায় যারা সমুদ্রে নেমেছেন তারা তো সেখানে রয়েছেন। বাকিরা জাহাজের ডেকেই ছিলেন। সবাইকে অনেক চেষ্টা পরে উদ্ধার করে কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে।