বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট প্রচারের ফাঁকে ফটোশুট নুসরাতের, অফ শোল্ডার গাউনে ঝড় তুললেন নেটদুনিয়ায়

বিনোদন ডেস্ক ## একদিকে গ্রাম থেকে শহরে ভোট প্রচারে ঝড় তুলছেন, অন্যদিকে ‘বোল্ড’ ফটোশুটে উষ্ণতার পারদ চড়ালেন বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। পরনে হালকা গোলাপি রঙের অফ শোল্ডার ড্রেস। হাইলাইট করা চুলে হালকা কার্ল। ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ। ডার্ক স্মোকি আই মেকআপের সঙ্গে ন্যুড লিপস্টিক। গয়নার মধ্যে কানে শুধু হিরের দুল। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এভরি ওমেন ইজ প্রিন্সেস!’ বহুদিন পর নুসরতের ‘হট’ লুকে আপাতত কাত নেটিজেনরা। মন্তব্যের ঝড় বইছে পোস্টে। রঙিন, সাদা-কালো দুধরনের ছবিই পোস্ট করেছেন অভিনেত্রী। যার থেকে আপাতত চোখ ফেরাতে পারছেন না কেউ। 

রাজনৈতিক নেত্রীর প্রথম পরিচয় এখনও ‘অভিনেত্রী’। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর, তাঁর রূপের ছটায় মুগ্ধ হয়েছিলেন সকলে। রাজনীতি হোক বা বিনোদন, দুই ক্ষেত্রেই তিনি একজন সফল মানুষ। কিছুদিন আগে তাঁর ‘বিবাহ বিচ্ছেদ’ নিয়ে তুমুল জল্পনা হলেও, আপাতত তাঁর ভোট প্রচারের কৌশল সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছে। মাত্র কয়েকবছরের মধ্যেই তিনি যে রাজনীতির ময়দানে জাঁদরেল নেতাদের মতোই খেলবেন, এ আশা করেননি অধিকাংশ মানুষ। কিন্তু এসবের ফাঁকে পুরনো মেজাজে নুসরতকে দেখে চোখ ছানাবড়া সকলের।

ছবি: ইনস্টাগ্রাম

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

ভোট প্রচারের ফাঁকে ফটোশুট নুসরাতের, অফ শোল্ডার গাউনে ঝড় তুললেন নেটদুনিয়ায়

প্রকাশের সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## একদিকে গ্রাম থেকে শহরে ভোট প্রচারে ঝড় তুলছেন, অন্যদিকে ‘বোল্ড’ ফটোশুটে উষ্ণতার পারদ চড়ালেন বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। পরনে হালকা গোলাপি রঙের অফ শোল্ডার ড্রেস। হাইলাইট করা চুলে হালকা কার্ল। ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ। ডার্ক স্মোকি আই মেকআপের সঙ্গে ন্যুড লিপস্টিক। গয়নার মধ্যে কানে শুধু হিরের দুল। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এভরি ওমেন ইজ প্রিন্সেস!’ বহুদিন পর নুসরতের ‘হট’ লুকে আপাতত কাত নেটিজেনরা। মন্তব্যের ঝড় বইছে পোস্টে। রঙিন, সাদা-কালো দুধরনের ছবিই পোস্ট করেছেন অভিনেত্রী। যার থেকে আপাতত চোখ ফেরাতে পারছেন না কেউ। 

রাজনৈতিক নেত্রীর প্রথম পরিচয় এখনও ‘অভিনেত্রী’। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর, তাঁর রূপের ছটায় মুগ্ধ হয়েছিলেন সকলে। রাজনীতি হোক বা বিনোদন, দুই ক্ষেত্রেই তিনি একজন সফল মানুষ। কিছুদিন আগে তাঁর ‘বিবাহ বিচ্ছেদ’ নিয়ে তুমুল জল্পনা হলেও, আপাতত তাঁর ভোট প্রচারের কৌশল সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছে। মাত্র কয়েকবছরের মধ্যেই তিনি যে রাজনীতির ময়দানে জাঁদরেল নেতাদের মতোই খেলবেন, এ আশা করেননি অধিকাংশ মানুষ। কিন্তু এসবের ফাঁকে পুরনো মেজাজে নুসরতকে দেখে চোখ ছানাবড়া সকলের।

ছবি: ইনস্টাগ্রাম