রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮৩৯

আন্তর্জাতিক ডেস্ক ## ভারতে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ছেই। রোববার (১১ এপ্রিল) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেলো ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এ সময় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। আর সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জন।

 

এদিকে সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে দেশটির বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে।

 

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

 

বর্তমানে দেশটির করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে জনসভা ও গণজমায়েত হচ্ছে নিয়মিত। ফলে সেখানেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই নির্বাচনকে ঘিরে ঠিক মতো স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে চরম বিপর্যয়, ১৩ হাজার ফ্লাইট বাতিল

২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮৩৯

প্রকাশের সময় : ০৫:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## ভারতে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ছেই। রোববার (১১ এপ্রিল) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেলো ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এ সময় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। আর সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জন।

 

এদিকে সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে দেশটির বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে।

 

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

 

বর্তমানে দেশটির করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে জনসভা ও গণজমায়েত হচ্ছে নিয়মিত। ফলে সেখানেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই নির্বাচনকে ঘিরে ঠিক মতো স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।