বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মা কাজলের ছবির গানে নাচলেন নাইসা দেবগণ

বিনোদন ডেস্ক ## নেটাগরিকদের চর্চার কেন্দ্রবিন্দুতে অজয় দেবগণ এবং কাজলের কন্যা। নাইসা দেবগণ। কোনও বিতর্ক নয়, এই তারকা সন্তানের প্রতিভায় মুগ্ধ নেটাগরিকরা।

নাইসার নাচের একটি ভিডিয়ো ইদানিং ঘুরপাক করছে নেটমাধ্যমে। সম্ভবত বিদ্যালয়ের কোনও একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি। নাইসার সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গীসাথীরাও। নাচের জন্য বেছে নেওয়া হয়েছে বলিউডের গানকে।
মা কাজলের ছবির ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা। এ ছাড়াও করিনা কপূর খানের ‘জব উই মেট’ ছবির গানেও নেচেছেন তিনি।

বলিউডে ৩ যুগেরও কিছু বেশি সময় কাটিয়ে ফেলেছেন নাইসার মা-বাবা। নাইসার বয়স মাত্র ১৭। বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা। কখনও ছোট ঝুলের পোশাক, কখনও আবার গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বাবা অজয়ের থেকে চুপ করে থাকার শিক্ষা নিয়েছেন নাইসা। তিনি মনে করেন, তাঁর যে কোনও পদক্ষেপের প্রভাব পড়তে পারে কাজল এবং অজয়ের জীবনে।

 

তবে নেটাগরিকরা মুগ্ধ নাইসার নাচ দেখে। তারকা সন্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।


আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

মা কাজলের ছবির গানে নাচলেন নাইসা দেবগণ

প্রকাশের সময় : ০১:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## নেটাগরিকদের চর্চার কেন্দ্রবিন্দুতে অজয় দেবগণ এবং কাজলের কন্যা। নাইসা দেবগণ। কোনও বিতর্ক নয়, এই তারকা সন্তানের প্রতিভায় মুগ্ধ নেটাগরিকরা।

নাইসার নাচের একটি ভিডিয়ো ইদানিং ঘুরপাক করছে নেটমাধ্যমে। সম্ভবত বিদ্যালয়ের কোনও একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি। নাইসার সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গীসাথীরাও। নাচের জন্য বেছে নেওয়া হয়েছে বলিউডের গানকে।
মা কাজলের ছবির ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা। এ ছাড়াও করিনা কপূর খানের ‘জব উই মেট’ ছবির গানেও নেচেছেন তিনি।

বলিউডে ৩ যুগেরও কিছু বেশি সময় কাটিয়ে ফেলেছেন নাইসার মা-বাবা। নাইসার বয়স মাত্র ১৭। বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা। কখনও ছোট ঝুলের পোশাক, কখনও আবার গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বাবা অজয়ের থেকে চুপ করে থাকার শিক্ষা নিয়েছেন নাইসা। তিনি মনে করেন, তাঁর যে কোনও পদক্ষেপের প্রভাব পড়তে পারে কাজল এবং অজয়ের জীবনে।

 

তবে নেটাগরিকরা মুগ্ধ নাইসার নাচ দেখে। তারকা সন্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।