
আব্দুল লতিফ ## করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
একইদিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও আইজিপি ড. বেনজীর আহমেদ।

করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দেশজুড়ে টিকাদানও চলছে পুরোদমে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন। দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয় গত বৃহস্পতিবার। এজন্য এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

নিজস্ব সংবাদদাতা 









































