
বার্তাকণ্ঠ ডেস্ক ## ৩০ বছর সংসার ভেঙে যায় পর্তুগালের এক দম্পতির। এরপরই স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। দাবি একটাই, গত ৩০ বছরে সংসারের জন্য যেসব কাজ করেছেন তিনি, তার জন্য পারিশ্রমিক দিতে হবে। সম্প্রতি দেশটির আদালতের দেওয়া এক রায়ে, সাবেক স্ত্রীকে পারিশ্রমিক হিসেবে ৬০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন পর্তুগালের সুপ্রিম কোর্ট।
পর্তুগিজ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৩০ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাওয়ার পর চলতি বছরের জানুয়ারি মাসে মামলাটি করেন ওই নারী। দীর্ঘ আইনি লড়াই শেষে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।
যদিও রায়ের বিরুদ্ধে আপিল স্বামী আপিল করেছেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চীনের একটি আদালত এমনই এক মামলায় সাবেক স্বামীকে তাদের পাঁচ বছরের বৈবাহিক জীবনে গৃহকর্মের জন্য ৫০ হাজার ইউয়ান পরিশোধের নির্দেশ দিয়েছিল আদালত
সূত্র: অডিটি সেন্ট্রাল
নিজস্ব সংবাদদাতা 






































