শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল হংকং

আন্তর্জাতিক ডেস্ক ## ভারতের সঙ্গে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করল হংকং। ২০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হংকং।

 

চলতি মাসে ভারত থেকে হংকং যাওয়া ভিস্তারার দু’টি বিমানে ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হংকংয়ের নিয়ম অনুযায়ী, সে দেশে অন্য কোনও দেশ থেকে যাত্রীরা আসার সময় তাঁদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা বাধ্যতামূলক। যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর পরীক্ষা করিয়ে এই রিপোর্ট আনতে হয়। কিন্তু তার পরেও বিমানবন্দরে নামার পরে নমুনা পরীক্ষায় ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে হংকং সরকার জানিয়েছিল, ২ মে পর্যন্ত মুম্বই থেকে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দিল্লির সঙ্গেও বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করে হংকং।

অবশ্য শুধুমাত্র ভারত নয়। পাকিস্তান ও ফিলিপিন্সের সঙ্গেও বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে হংকং।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

৩ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল হংকং

প্রকাশের সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## ভারতের সঙ্গে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করল হংকং। ২০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হংকং।

 

চলতি মাসে ভারত থেকে হংকং যাওয়া ভিস্তারার দু’টি বিমানে ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হংকংয়ের নিয়ম অনুযায়ী, সে দেশে অন্য কোনও দেশ থেকে যাত্রীরা আসার সময় তাঁদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা বাধ্যতামূলক। যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর পরীক্ষা করিয়ে এই রিপোর্ট আনতে হয়। কিন্তু তার পরেও বিমানবন্দরে নামার পরে নমুনা পরীক্ষায় ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে হংকং সরকার জানিয়েছিল, ২ মে পর্যন্ত মুম্বই থেকে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দিল্লির সঙ্গেও বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করে হংকং।

অবশ্য শুধুমাত্র ভারত নয়। পাকিস্তান ও ফিলিপিন্সের সঙ্গেও বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে হংকং।