
আতাউর রহমান (সাতক্ষীরা) ব্যুরো: সাতক্ষীরায় এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী হবি সরদারের বিরুদ্ধে। গত রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর শম্পা বেগম (২২) সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের বাবলু সরদারের মেয়ে ।
রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শম্পা বেগমের মৃত্যু হয়। নিহত গৃহবধূ শম্পার স্বজনদের অভিযোগ তাঁর স্বামী তাকে বিষ খাইয়ে হত্যা করেছে।
আরও পড়ুন>>> সাতক্ষীরায় সবজি ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নিহত শম্পার চাচতো ভাই আবুল কাশেম জানান, হবি একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। দীর্ঘদিন তার স্বামী হবি সরদারের সাথে পারিবারিক কলহের কারণে শম্পা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকালে সে তার স্বামীর বাড়িতে যায়। সেখানে গেলে তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। পরে হবি নিজে শম্পা কে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে রেখে স্বামী হবি পালিয়ে যায়। তিনি আরো জানান, নিহত শম্পার রিয়াদ নামের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না।
নিজস্ব সংবাদদাতা 




































