সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিউবায় রাউলের পদে বসলেন দিয়াজ ক্যানেল

আন্তর্জাতিক ডেস্ক ## কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হলেন দিয়াজ ক্যানেল। মিগুয়েল দিয়াজ ক্যানেল কাস্ত্রোদের অনুগত।  

২০১৮ সালে ৬০ বছর বয়সী মিগুয়েল দিয়াজ ক্যানেলের কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল কাস্ত্রো। জাতীয় সরকারের নেতৃত্বে আসার আগে মিগুয়েল দুটি প্রদেশে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাউল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এক ভাষণে রাউল বলেন, তার আশা নবীন নেতৃত্ব সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে। দিয়াজ ক্যানেল রাউল কাস্ত্রোর চেয়ে প্রায় ৩০ বছরের ছোট।

১৯৫৯ সাল থেকে কিউবায় নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রো। ২০০৬ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর দুই বছর পর তিনি আনুষ্ঠানিকভাবে তার ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০১৬ সালে ফিদেল কাস্ত্রো মারা যান। কিউবার বিপ্লবের পরে মিগুয়েল দিয়াজ ক্যানেলের জন্ম। তিনি কাস্ত্রোদের একনিষ্ঠ সমর্থক।

বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজনৈতিক জীবন শুরু করেন দিয়াজ ক্যানেল। ২০০৯ সালে দিয়াজ ক্যানেল শিক্ষামন্ত্রী হন। ২০১৩ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। ২০১৮ সালে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৯৯ দশমিক ৮৩ শতাংশ ভোটে তিনি কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বাংলাদেশ নতি স্বীকার করবে না, আসিফ নজরুলের কড়া হুঁশিয়ারি

কিউবায় রাউলের পদে বসলেন দিয়াজ ক্যানেল

প্রকাশের সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হলেন দিয়াজ ক্যানেল। মিগুয়েল দিয়াজ ক্যানেল কাস্ত্রোদের অনুগত।  

২০১৮ সালে ৬০ বছর বয়সী মিগুয়েল দিয়াজ ক্যানেলের কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল কাস্ত্রো। জাতীয় সরকারের নেতৃত্বে আসার আগে মিগুয়েল দুটি প্রদেশে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাউল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এক ভাষণে রাউল বলেন, তার আশা নবীন নেতৃত্ব সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে। দিয়াজ ক্যানেল রাউল কাস্ত্রোর চেয়ে প্রায় ৩০ বছরের ছোট।

১৯৫৯ সাল থেকে কিউবায় নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রো। ২০০৬ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর দুই বছর পর তিনি আনুষ্ঠানিকভাবে তার ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০১৬ সালে ফিদেল কাস্ত্রো মারা যান। কিউবার বিপ্লবের পরে মিগুয়েল দিয়াজ ক্যানেলের জন্ম। তিনি কাস্ত্রোদের একনিষ্ঠ সমর্থক।

বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজনৈতিক জীবন শুরু করেন দিয়াজ ক্যানেল। ২০০৯ সালে দিয়াজ ক্যানেল শিক্ষামন্ত্রী হন। ২০১৩ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। ২০১৮ সালে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৯৯ দশমিক ৮৩ শতাংশ ভোটে তিনি কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।