শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো: ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা বাস টার্মিনালের সামনের সড়কে শতাধিক শ্রমিক ত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে সাতক্ষীরার বাস মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহ্বান জানান।
সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, টানা ১৭ দিন লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহাতার হাত বাড়ায়নি। তারা অনেকে না খেয়ে দিন পার করছে।
সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মো. সাইফুল ইসলাম, শ্রী সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো: ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা বাস টার্মিনালের সামনের সড়কে শতাধিক শ্রমিক ত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে সাতক্ষীরার বাস মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহ্বান জানান।
আরও পড়ুন >>> কৃষকের ধান কেটে দিলেন কৃষি কর্মকর্তা
সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, টানা ১৭ দিন লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহাতার হাত বাড়ায়নি। তারা অনেকে না খেয়ে দিন পার করছে।
সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মো. সাইফুল ইসলাম, শ্রী সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।