
আতাউর রহমান : সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ হাসানুজ্জামান মান্দুলী (২৫)। সে কুশখালীর মুক্তারের মোড়ের মো. হায়দার আলীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তারই নেতৃত্বে কুশখালী শিকরির মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় উক্ত ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































