সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে করোনা ঊর্ধ্বগতি রোধে সীমান্ত বন্ধ করে দেয়ার দাবি বিএনপির

ঢাকা ব্যুরো ##

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে বাংলাদেশের সবকটি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করছি ভারতের সঙ্গে স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘করোনার ভয়ংকর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের এ বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিকেল ভিসা বা অন্যান্য কারণে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।’ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওই সমস্ত সিদ্ধান্ত আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ংকর করে তুলছে।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

ভারতে করোনা ঊর্ধ্বগতি রোধে সীমান্ত বন্ধ করে দেয়ার দাবি বিএনপির

প্রকাশের সময় : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

ঢাকা ব্যুরো ##

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে বাংলাদেশের সবকটি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করছি ভারতের সঙ্গে স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘করোনার ভয়ংকর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের এ বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিকেল ভিসা বা অন্যান্য কারণে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।’ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওই সমস্ত সিদ্ধান্ত আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ংকর করে তুলছে।