রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উইন্ড টারবাইনের ব্লেডের রঙ বাঁচাবে লাখো পাখির জীবন

মামুন বাবু ## ইউএস ফিশ এন্ড ওয়াইল্ডলাইফ সংস্থার গবেষণা অনুযায়ী প্রতি বছর এক লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ পাখি উইন্ড টারবাইন ব্লেড এর সাথে সংঘর্ষে মারা যায়। গবেষকেরা এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কতগুলো সমাধান বের করার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি কৌশল খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে।

 

নরওয়েজিয়ান স্মালা উইন্ড ফার্মে দীর্ঘ এক দশক গবেষণা চালিয়ে দেখা গেছে যে, উইন্ড টারবাইন ব্লেড এর রঙ কালো করা হলে ব্লেড এর সাথে পাখির সংঘর্ষের ফলে মৃত্যুর পরিমাণ ৭০ শতাংশ এর বেশি কমে গিয়েছে।

 

রোল মে এবং তার সহকর্মীরা ‘বাস্তুশাস্ত্র ও বিবর্তন’ নামক একটি অনুসন্ধানে জানিয়েছেন যে, উইন্ড টারবাইনের ব্লেড কালো রঙ করা হলে বাতাসের মধ্যে এগুলোকে বেশি ফুটিয়ে তুলতে পারে যার কারণে পাখিরা এগুলোকে সহজে দেখতে পায় এবং সংঘর্ষ ঘটে না।

 

আরও পড়ুন >>> ঈদের পর আসছে প্রথম দেশীয় ব্র্যান্ডের গাড়ি ‘বাংলা কার’

 

গবেষণা থেকে পরে আরও পরিষ্কারভাবে দেখা যায় যে, কালো রঙ করার পরে পাখি মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল যখন কোন রঙ করা ছিলনা তার তুলনায়। ২০১৯ সালে উইন্ড টারবাইন রেকর্ডসংখ্যক ভাবে বৃদ্ধি পেয়েছিল যা থেকে বছরের ৬০ গিগাওয়াট বায়ু শক্তি ক্ষমতা উৎপাদিত হতো। আগামী বছরগুলোতেও এসব উইন্ড টারবাইন স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যা থেকে আরও বেশি শক্তি উৎপাদন করা সম্ভব হবে।

 

এগুলো স্থাপন করা নিয়ে কিছুটা দ্বিমত আছে। অনেকের মতামত অনুযায়ী যেসব প্রাণী চোখে দেখতে পায় না এবং পাখিদের জন্যও এই টারবাইনগুলো বেশ ক্ষতিকর। তাদের এই দ্বিমতের কারণেই গবেষকরা সমাধান বের করার পদক্ষেপ নিয়েছেন, যা অনেকটা সফল এপর্যন্ত।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

উইন্ড টারবাইনের ব্লেডের রঙ বাঁচাবে লাখো পাখির জীবন

প্রকাশের সময় : ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

মামুন বাবু ## ইউএস ফিশ এন্ড ওয়াইল্ডলাইফ সংস্থার গবেষণা অনুযায়ী প্রতি বছর এক লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ পাখি উইন্ড টারবাইন ব্লেড এর সাথে সংঘর্ষে মারা যায়। গবেষকেরা এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কতগুলো সমাধান বের করার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি কৌশল খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে।

 

নরওয়েজিয়ান স্মালা উইন্ড ফার্মে দীর্ঘ এক দশক গবেষণা চালিয়ে দেখা গেছে যে, উইন্ড টারবাইন ব্লেড এর রঙ কালো করা হলে ব্লেড এর সাথে পাখির সংঘর্ষের ফলে মৃত্যুর পরিমাণ ৭০ শতাংশ এর বেশি কমে গিয়েছে।

 

রোল মে এবং তার সহকর্মীরা ‘বাস্তুশাস্ত্র ও বিবর্তন’ নামক একটি অনুসন্ধানে জানিয়েছেন যে, উইন্ড টারবাইনের ব্লেড কালো রঙ করা হলে বাতাসের মধ্যে এগুলোকে বেশি ফুটিয়ে তুলতে পারে যার কারণে পাখিরা এগুলোকে সহজে দেখতে পায় এবং সংঘর্ষ ঘটে না।

 

আরও পড়ুন >>> ঈদের পর আসছে প্রথম দেশীয় ব্র্যান্ডের গাড়ি ‘বাংলা কার’

 

গবেষণা থেকে পরে আরও পরিষ্কারভাবে দেখা যায় যে, কালো রঙ করার পরে পাখি মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল যখন কোন রঙ করা ছিলনা তার তুলনায়। ২০১৯ সালে উইন্ড টারবাইন রেকর্ডসংখ্যক ভাবে বৃদ্ধি পেয়েছিল যা থেকে বছরের ৬০ গিগাওয়াট বায়ু শক্তি ক্ষমতা উৎপাদিত হতো। আগামী বছরগুলোতেও এসব উইন্ড টারবাইন স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যা থেকে আরও বেশি শক্তি উৎপাদন করা সম্ভব হবে।

 

এগুলো স্থাপন করা নিয়ে কিছুটা দ্বিমত আছে। অনেকের মতামত অনুযায়ী যেসব প্রাণী চোখে দেখতে পায় না এবং পাখিদের জন্যও এই টারবাইনগুলো বেশ ক্ষতিকর। তাদের এই দ্বিমতের কারণেই গবেষকরা সমাধান বের করার পদক্ষেপ নিয়েছেন, যা অনেকটা সফল এপর্যন্ত।