সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিপিই পরে কনে, বিয়ে হলো হাসপাতালে

ইমরান হোসেন আশা ## করোনাভাইরাস মহামারি দানবীয় রূপ নিয়েছে। বিশেষ করে ভারতে। সেখানে প্রতিদিই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। কিন্তু তারপরও জীবন থেমে নেই। থেমে নেই বিয়েও। অনেকেই করোনার ভয়ে বিয়ে পিছিয়ে দিলেও এক জুটি ঠিকই বিয়ে সেরেছেন এই মহামারির মধ্যেও।

 

 

অস্বাভাবিক এই সময়ে বিয়েটাও হয়েছে, অস্বাভাবিক এক জায়গায়। ভারতের কেরালার আলাপপুঝা বন্দনাম মেডিকেল কলেজ হাসপাতালে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কনের সাজে শাড়ির ওপর পিপিই পরে নিজের বাগদত্ত সরাথমনকে বিয়ে করেন ২৩ বছর বয়সী অবিরামী। এছাড়া আর কিইবা করার ছিল তাদের, কারণ সরাথমন যে করোনায় আক্রান্ত।

 

এই বিয়ের জন্য জেলা ক্যালেক্টরের কাছ থেকে বিশেষ অনুমতি নেয় এই দম্পতি। সরাথমনের মায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সরাথমনের মাও করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এক বছর আগেই এই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দিতে হয়। সরাথমন মধ্যপ্রাচ্যে কাজ করেন। বিয়ে করতে ভারত আসেন সরাথমন। নিয়ম মেনে কোয়ারেন্টিনে যান তিনি। ১০ দিন যাওয়ার পর মা ও ছেলের শ্বাসকষ্ট হয়। পরে পরীক্ষা করোনা ধরা পড়ে দুজনের।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

পিপিই পরে কনে, বিয়ে হলো হাসপাতালে

প্রকাশের সময় : ০৫:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
ইমরান হোসেন আশা ## করোনাভাইরাস মহামারি দানবীয় রূপ নিয়েছে। বিশেষ করে ভারতে। সেখানে প্রতিদিই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। কিন্তু তারপরও জীবন থেমে নেই। থেমে নেই বিয়েও। অনেকেই করোনার ভয়ে বিয়ে পিছিয়ে দিলেও এক জুটি ঠিকই বিয়ে সেরেছেন এই মহামারির মধ্যেও।

 

 

অস্বাভাবিক এই সময়ে বিয়েটাও হয়েছে, অস্বাভাবিক এক জায়গায়। ভারতের কেরালার আলাপপুঝা বন্দনাম মেডিকেল কলেজ হাসপাতালে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কনের সাজে শাড়ির ওপর পিপিই পরে নিজের বাগদত্ত সরাথমনকে বিয়ে করেন ২৩ বছর বয়সী অবিরামী। এছাড়া আর কিইবা করার ছিল তাদের, কারণ সরাথমন যে করোনায় আক্রান্ত।

 

এই বিয়ের জন্য জেলা ক্যালেক্টরের কাছ থেকে বিশেষ অনুমতি নেয় এই দম্পতি। সরাথমনের মায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সরাথমনের মাও করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এক বছর আগেই এই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দিতে হয়। সরাথমন মধ্যপ্রাচ্যে কাজ করেন। বিয়ে করতে ভারত আসেন সরাথমন। নিয়ম মেনে কোয়ারেন্টিনে যান তিনি। ১০ দিন যাওয়ার পর মা ও ছেলের শ্বাসকষ্ট হয়। পরে পরীক্ষা করোনা ধরা পড়ে দুজনের।