বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কয়েল ছাড়াই মশা তাড়ানোর উপায়

নজরুল ইসলাম ## তীব্র গরমেও মশার উপদ্রব থেমে নেই। মশা তাড়াতে অনেকে কয়েল, স্প্রে ব্যবহার করেন। তবে কয়েলের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। আবার শিশুদের জন্য কয়েলের ধোয়া স্বাস্থ্যকর নয়। আসুন মশা তাড়ানোর ঘরোয় উপায় জেনে নেই।

 

কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাবলেট কিংবা গুড়া কিনে আনতে পারেন। একটি কর্পূরের টুকরা একটি ছোটো পাত্রতে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে।

দু’দিন পর পাত্রের পানির পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের পানি ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

 

আরও পড়ুন >>> চোখের আকৃতি প্রকাশ করে মানুষের ব্যক্তিত্ব

 

একটি লেবু দুই টুকরা করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

 

এই পদ্ধতিতে মশা ঘরের ধারেকাছে ঘেঁসবে না একেবারেই। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতেও মশার ঘরে ঢোকার পথ বন্ধ হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১১ প্রার্থী

কয়েল ছাড়াই মশা তাড়ানোর উপায়

প্রকাশের সময় : ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১

নজরুল ইসলাম ## তীব্র গরমেও মশার উপদ্রব থেমে নেই। মশা তাড়াতে অনেকে কয়েল, স্প্রে ব্যবহার করেন। তবে কয়েলের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। আবার শিশুদের জন্য কয়েলের ধোয়া স্বাস্থ্যকর নয়। আসুন মশা তাড়ানোর ঘরোয় উপায় জেনে নেই।

 

কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাবলেট কিংবা গুড়া কিনে আনতে পারেন। একটি কর্পূরের টুকরা একটি ছোটো পাত্রতে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে।

দু’দিন পর পাত্রের পানির পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের পানি ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

 

আরও পড়ুন >>> চোখের আকৃতি প্রকাশ করে মানুষের ব্যক্তিত্ব

 

একটি লেবু দুই টুকরা করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

 

এই পদ্ধতিতে মশা ঘরের ধারেকাছে ঘেঁসবে না একেবারেই। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতেও মশার ঘরে ঢোকার পথ বন্ধ হবে।