রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারী ফুটবল লিগ ১৯ মে থেকে শুরু

স্পোর্টস ডেস্ক ## আগামী (১৯ মে) থেকে শুরু হবে নারী ফুটবল লিগ। এমনটিই জানিয়েছে মহিলা ফুটবল উইং কমিটি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমকে জানান নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেন, ‘আমরা ১৯ মে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবগুলো করোনা টেস্ট করে আরো একটু সময় নিয়ে অনুশীলন করে লিগে খেলতে পারে এজন্যই ঈদের পর শুরু করব।’

১৯ মে পুনরায় লিগ শুরুর আগে ক্লাবগুলোকে করোনা পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে বাফুফে। বাবুফে জানায়, খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ফুটবলার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের আমরা করোনা পরীক্ষা করিয়ে খেলতে দেব।’

গত আসরে নারী লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এবার কিংসের পাশাপাশি আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবও ভালো দল গড়েছে।

উল্লেখ্য, ৩১ মার্চ শুরু হওয়া লিগ মাত্র এক রাউন্ড হয়েছিল। ৫ এপ্রিল থেকে কঠোর নিষেধাজ্ঞার জন্য খেলা স্থগিত থাকে। আসন্ন ৫ মে থেকে পুনরায় শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও আবার লকডাউন আসায় মহিলা উইং সেই সিদ্ধান্ত থেকে সরে দাড়ায়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ঝিকরগাছার যুবদল নেতাকে উদ্ধার করেছে ডিবি পুলিশ

নারী ফুটবল লিগ ১৯ মে থেকে শুরু

প্রকাশের সময় : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক ## আগামী (১৯ মে) থেকে শুরু হবে নারী ফুটবল লিগ। এমনটিই জানিয়েছে মহিলা ফুটবল উইং কমিটি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমকে জানান নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেন, ‘আমরা ১৯ মে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবগুলো করোনা টেস্ট করে আরো একটু সময় নিয়ে অনুশীলন করে লিগে খেলতে পারে এজন্যই ঈদের পর শুরু করব।’

১৯ মে পুনরায় লিগ শুরুর আগে ক্লাবগুলোকে করোনা পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে বাফুফে। বাবুফে জানায়, খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ফুটবলার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের আমরা করোনা পরীক্ষা করিয়ে খেলতে দেব।’

গত আসরে নারী লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এবার কিংসের পাশাপাশি আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবও ভালো দল গড়েছে।

উল্লেখ্য, ৩১ মার্চ শুরু হওয়া লিগ মাত্র এক রাউন্ড হয়েছিল। ৫ এপ্রিল থেকে কঠোর নিষেধাজ্ঞার জন্য খেলা স্থগিত থাকে। আসন্ন ৫ মে থেকে পুনরায় শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও আবার লকডাউন আসায় মহিলা উইং সেই সিদ্ধান্ত থেকে সরে দাড়ায়।