
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ## ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরো তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ। এর ফলে, গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে।
শুক্রবার (২৮ মে) সকালে জেলা পুলিশের বিশেষ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ছবি ও ভিডিওচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। নতুন গ্রেপ্তারকৃতদেরও একইভাবে শনাক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হেফাজতের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ৪১৪ জনকে ও অজ্ঞাতনামা আরও ৩৯ হাজার জনকে আসামি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া শহর ও সদর উপজেলার নন্দনপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হন।
নিজস্ব সংবাদদাতা 







































