বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু গৃহকর্মী আমেনার উপর নির্যাতনকারীদের আটকের দাবিতে মানববন্ধন যশোরে

শহীদ জয় ,যশোর ব্যুরো ##  শিশু গৃহকর্মী আমেনার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ্এলাকাবাসী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন । এ মানববন্ধনেই কেঁদে কেঁদে নির্যাতনের বর্ণনা দেয় আমেনা খাতুন।
যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আমেনা ঢাকায় মায়ের বান্ধবীর বাসায় কাজ করতে গিয়ে গত এক বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়। ঈদের পর তার নানী তাকে উদ্ধার করে ভর্তি করে যশোর জেনারেল হাসপাতালে। চিকিৎসার পর সে বাড়িতে ফিরে যায়।  খবর পেয়ে  ক্ষুব্ধ এলাকাবাসী আজ এ মানববন্ধনের আয়োজন করে। মানবন্ধনের পাশেই একটি ইজিবাইকে অবস্থান করছিলো অসুস্থ আমেনা।
আমেনা জানায়, ছোট খাট ঘটনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্যাতন করা হতো। বেধড়ক মারপিট, গরম খুনতির ছ্যাকা, প্লাস দিয়ে নখ তুলে ফেলা সহ  মাথার চুলে তুলে ফেলার ঘটনা ছিল নিত্যদিনের। এমনকি তাকে হাত পা বেধে বুকের উপর পাড়িয়ে নির্যাতন চালানো হয়। সেইসাথে জবাই করে হত্যার প্রচেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সে।
কাঁদতে কাঁদতে সে আরো বলে, এখনও বুক ও পেটে ব্যাথা করলে সহ্য করতে পারি না।
মানবন্ধন থেকে আমেনার নানী ও স্থানীয়রা জানান, ঘটনা ধামাচাপা দিতে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় জড়িতদের আটকের দাবি জানান তারা। ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মানববন্ধনে যশোর সদর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাদিয়ান মৌরিন, আমেনার নানী জোহরা বেগম, নির্যাতিত আমেনাসহ শতাধিক গ্রামবাসী অংশ নেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

শিশু গৃহকর্মী আমেনার উপর নির্যাতনকারীদের আটকের দাবিতে মানববন্ধন যশোরে

প্রকাশের সময় : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

শহীদ জয় ,যশোর ব্যুরো ##  শিশু গৃহকর্মী আমেনার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ্এলাকাবাসী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন । এ মানববন্ধনেই কেঁদে কেঁদে নির্যাতনের বর্ণনা দেয় আমেনা খাতুন।
যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আমেনা ঢাকায় মায়ের বান্ধবীর বাসায় কাজ করতে গিয়ে গত এক বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়। ঈদের পর তার নানী তাকে উদ্ধার করে ভর্তি করে যশোর জেনারেল হাসপাতালে। চিকিৎসার পর সে বাড়িতে ফিরে যায়।  খবর পেয়ে  ক্ষুব্ধ এলাকাবাসী আজ এ মানববন্ধনের আয়োজন করে। মানবন্ধনের পাশেই একটি ইজিবাইকে অবস্থান করছিলো অসুস্থ আমেনা।
আমেনা জানায়, ছোট খাট ঘটনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্যাতন করা হতো। বেধড়ক মারপিট, গরম খুনতির ছ্যাকা, প্লাস দিয়ে নখ তুলে ফেলা সহ  মাথার চুলে তুলে ফেলার ঘটনা ছিল নিত্যদিনের। এমনকি তাকে হাত পা বেধে বুকের উপর পাড়িয়ে নির্যাতন চালানো হয়। সেইসাথে জবাই করে হত্যার প্রচেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সে।
কাঁদতে কাঁদতে সে আরো বলে, এখনও বুক ও পেটে ব্যাথা করলে সহ্য করতে পারি না।
মানবন্ধন থেকে আমেনার নানী ও স্থানীয়রা জানান, ঘটনা ধামাচাপা দিতে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় জড়িতদের আটকের দাবি জানান তারা। ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মানববন্ধনে যশোর সদর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাদিয়ান মৌরিন, আমেনার নানী জোহরা বেগম, নির্যাতিত আমেনাসহ শতাধিক গ্রামবাসী অংশ নেন।